বদলে গেল চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু
প্রথমে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে তুরস্কের ইস্তাম্বুলে নিয়ে যাওয়া হয়। করোনার কারণে আবার বদলে গেছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু। স্কাই স্পোর্টসের খবরে জানা গেছে, আগামী ২৯ মে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু থাকছে পর্তুগালের পোর্তায়।
এবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল দাঁড়িয়েছে অল-ইংল্যান্ড। চেলসি ও ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে। কিন্তু তুরস্ক ব্রিটেনের রেড লিস্টে থাকায় সমর্থকরা কেউ সেই দেশে যেতে পারবেন না। তাই বিকল্প ওয়েম্বলি উয়েফার পরিকল্পনা ছিল। করোনা সংক্রান্ত বিধিনিষেধ শিথিলে রাজি হয়নি ব্রিটিশ সরকার। তাই ওয়েম্বলির জন্য বসে না থেকে পর্তুগালকেই বেছে নেয় উয়েফা।
এফসি পোর্তোর হোম গ্রাউন্ড এস্তাদিও দ্রে দ্রাগাও স্টেডিয়ামেই চ্যাম্পিয়নস লিগে ফাইনাল। উয়েফার আশা, ১০ হাজার দর্শক মাঠে গিয়ে সরাসরি ফাইনাল ম্যাচ দেখতে পারবেন।