বশেমুরবিপ্রবি ও ইবিতে ব্রাজিল ভক্তদের মিছিল
রাত ১টায় মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। খেলা মাঠে গড়ানোর আগে মাঠ গরম করে তুলেছেন ব্রাজিলের ভক্তরা। গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) এবং কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ব্রাজিল ভক্তরা করেছেন আনন্দ মিছিল।
আজ বৃহস্পতিবার বশেমুরবিপ্রবি এবং ইবিতে পৃথকভাবে ভক্তদের পক্ষ থেকে এই আনন্দ র্যালি ও মিছিলের আয়োজন করা হয়। এ সময় শিক্ষার্থীরা প্রিয় দলের জার্সি গায়ে ও হাতে পতাকা নিয়ে ক্যাম্পাসে ব্রাজিলের হেক্সা মিশনের কথা জানান দেন। ব্যানার, ফেস্টুন ও ঢাক-ঢোল পিটিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়কে ঘুরে ঘুরে করেন আনন্দ মিছিল।
বেলা ১২টার দিকে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা চত্বর থেকে এক র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। অন্যদিকে, বিকেল ৫টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে পঞ্চাশ ফুট লম্বা পতাকা নিয়ে আনন্দ মিছিল বের করা হয়। এ সময় ব্রাজিলের বিজয় কামনা করে স্লোগান দেওয়া হয়।
দুই ক্যাম্পাস থেকে ব্রাজিল ভক্ত শিক্ষার্থীরা বলেন, ‘আমরা আশাবাদী এবার ব্রাজিল মিশন হেক্সা সফল করবে। দলের প্রিয় তারকা নেইমার জ্বলে উঠবেন মাঠে। আমরা চাই শিরোপা এবার নেইমারের হাতে উঠুক। তবে, খেলায় হার-জিত রয়েছে। আমরা মাঠের খেলার উত্তেজনা বাইরে আনতে চাই না। খেলা একটি বিনোদনের অংশ। তাই আমরা শুধু আনন্দের জন্যই এ রকম আয়োজন করেছি।’
আজ রাত ১টায় সার্বিয়ার পরে আগামী ২৮ নভেম্বর রাত ১০টায় সুইজারল্যান্ড ও ৩ ডিসেম্বর রাত ১টায় ক্যামেরুনের বিপক্ষে খেলবে তিতের শিষ্যরা।