বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারাতে চায় পাকিস্তান
ঢাকা টেস্টের দুদিনই ভেসে গেছে বৃষ্টিতে। অনেকেই ধারণা করেছিলেন, এই টেস্ট ড্রয়ের দিকে যেতে পারে। কিন্তু আজ চতুর্থ দিন ম্যাচের চিত্র বদলে দিয়েছেন পাকিস্তানি বোলাররা। ব্যাটে-বলের দাপটে বাংলাদেশকে ফলোঅনের শঙ্কায় ফেলে দিয়েছেন তারা। আগামীকাল ম্যাচের শেষ দিন বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারাতে চায় বাবর আজমের দল।
দারুণ ব্যাটিংয়ে নিজেদের কাজটা সেরে রেখেছে পাকিস্তান। বল হাতেও দেখিয়েছে দাপট। মাত্র ৭৬ রানের মধ্যে তুলে নিয়েছে বাংলাদেশের সাত উইকেট। উইকেটে আছেন স্বীকৃত ব্যাটার সাকিব আল হাসান।
পাকিস্তানকে জয়ের পথে নিয়ে যাওয়ার মূল নায়ক সাজিদ খান। বাংলাদেশের সাত উইকেটের ছয়টিই নিয়েছেন তিনি। ক্যারিয়ারের চতুর্থ টেস্ট খেলতে নামা সাজিদ বলেন, ‘বাকি থাকা তিন ব্যাটারকে কাল ফেরাতে চাই। তারপর আবার তাদের ব্যাটিংয়ে পাঠাতে চাই। আশা করছি কাল দ্বিতীয় ইনিংসে তাদের অলআউট করতে পারব। আমরা জেতার জন্য মাঠে নামব।’
পাকিস্তানি এই স্পিনার আরও বলেন, ‘আমরা চট্টগ্রামে বোলিংয়ে খুব একটা সুবিধা পাইনি। এখানে বলে টার্ন হচ্ছে, সময়ও পাচ্ছি। প্রথম টেস্টে আমি সাত উইকেট নিয়েছি। উইকেট যেমন আছে, যেভাবে টার্ন পাচ্ছি, কাল চেষ্টা থাকবে এভাবে বল করার।’