বাংলাদেশকে বিশ্বকাপ জিতিয়ে থামতে চান সাকিব
ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএল খেলতে বর্তমানে কলকাতায় আছেন সাকিব আল হাসান। গত কয়েকটা দিন কোয়ারেন্টিনে কাটছে তাঁর সময়। কোয়ারেন্টিনে থেকেই গতকাল বৃহস্পতিবার রাতে ফেসবুক লাইভে আসেন সাকিব। লাইভ আড্ডায় নানা গল্পের মাঝে জানান, ঠিক কতদিন দেশের ক্রিকেট ক্রিকেট খেলতে চান তিনি।
সাকিবের ইচ্ছে ২০২৩ সালে হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করা। ২০২৩ সালে সম্ভব না হলে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলার ইচ্ছা বিশ্বসেরা অলরাউন্ডারের। ফেসবুকে লাইভে এমনটাই জানিয়েছেন সাকিব।
২০১৯ বিশ্বকাপ দারুণ কেটেছে সাকিবের। ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন তিনি। পুরো আসরে ব্যাট হাতে ৬০৬ রান নেওয়ার পাশাপাশি বল হাতে নেন ১১টি উইকেট। টুর্নামেন্ট সেরা হওয়ার দৌঁড়েও বেশ এগিয়ে ছিলেন। কিন্তু দলের ব্যর্থতায় স্বপ্নই পূরণ হয়নি। একা সাকিব দলকে নকআউট পর্বে নিতে পারেননি।
ইংল্যান্ড বিশ্বকাপের আক্ষেপ ২০২৩ বা ২০২৭ বিশ্বকাপ দিয়ে পূরণ করতে চান সাকিব। গতকাল এক ফেসবুক লাইভে উপস্থাপিকা তাঁকে জিজ্ঞাস করেন, বাংলাদেশ কবে বিশ্বকাপ জিতবে? সাকিব উত্তর দেন, ২০২৩ সালে। পাল্টা প্রশ্নে উপস্থাপিকা বলেন, আগামী বিশ্বকাপেই কেন জিতবে বাংলাদেশ? সাকিব এক কথায় জবাব দেন, ‘আমার শেষ বিশ্বকাপ তাই!’
এরপর উপস্থাপিকা জানতে চান, যদি ২০২৩ সালে বাংলাদেশ বিশ্বকাপ জিততে না পারে তখন? সাকিব হেসে জবাব দেন, ‘তাহলে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলব।’