বাংলাদেশি ভক্তের আবদার মেটালেন রশিদ খান
বিশ্ব ক্রিকেট এখন খুব পরিচিত মুখ আফগান তারকা রশিদ খান। সারা বিশ্বে তাঁর ভক্তের সংখ্যা নেহায়েত কম না। বাংলাদেশেও তাঁর ভক্ত সমর্থক যে আছে সেটার চিত্র দেখা গেল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।
আজ শনিবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি শেষে মাঠের পাশ দিয়ে ঘুরতে দেখা যায় বিশেষ চাহিদা সম্পন্ন এক তরুণকে। এরপর সুযোগ পেয়েই মাঠে থাকা বিসিবির এক কর্মকর্তাকে নিজের প্রিয় তারকা রশিদ খানের সঙ্গে দেখা করার আবদার করে বসেন ওই ভক্ত। ওই কর্মকর্তার মাধ্যমে রশিদের নাগাল পান আল আমিন নামের ওই ভক্ত।
প্রিয় ক্রিকেটারকে সামনে পেয়ে আনন্দে উচ্ছ্বাসিত হন আল আমিন। ১৮ বছর বয়সী আল আমিনের ডান হাতের কব্জি কিছুটা বাঁকা। ঠিকমতো কথাও বলতে পারেন না। হাতের ইশারায় রশিদকে বোঝালেন, তাঁর বড় ভক্ত তিনি। এরপর একটি বলের আবদার করে বসেন রশিদের কাছে। আফগান তারকা তাঁর আবদার ফেলেননি।
ড্রেসিংরুম থেকে একটি বল এনে সাইন করে আল আমিনের হাতে তুলে দেন এই আফগান লেগ স্পিনার। বল পেয়ে খুশিতে আত্মহারা আল আমিন। রশিদরা স্টেডিয়াম ছেড়ে টিম হোটেলে ফিরলেও আল আমিন যেন ছেড়ে যেতে চাননি শেরে বাংলা স্টেডিয়াম। কারণ এই মাঠেই যে স্বপ্নের ক্রিকেটারের স্পর্শ পেয়েছেন তিনি।