বাংলাদেশের উন্মাদনায় গর্বিত আর্জেন্টাইন কোচ
বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থক কম নেই। বিশ্বকাপ এলে উন্মাদনা আকাশ ছোঁয়। আকাশী-নীলদের জন্য পাগলামি আর ভালোবাসার কমতি রাখে না ভক্তরা। সেই ম্যারাডোনা থেকে শুরু করে হালের মেসি, ভালোবাসা যেন বাড়ছেই।
অনেকে টিপ্পনি কাটতো, ওদের নিয়ে এত মাতামাতি কিন্তু তারা কি জানে এসব? অহেতুক পাগলামির মানে আছে কোনো? এবার আর্জেন্টাইন ভক্তরা এসব কথার জবাব দিতে পারবে। কারণ, সুদূর আর্জেন্টিনায় পৌঁছে গেছে বাঙালির ভালোবাসার কথা।
আর্জেন্টিনার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে বাংলাদেশের এমন ভালোবাসা নিয়ে ধন্যবাদমূলক পোস্ট দেওয়া হয়। এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।
অস্ট্রেলিয়ার সঙ্গে শেষ ষোলোর ম্যাচে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে স্কালোনি বলেন, 'যখন এসব জানতে পারি, খুব ভালো লাগা কাজ করে। প্রথমে ম্যারাডোনা, এখন মেসি। আমার মনে হয়, এদের কারণে বাংলাদেশে আর্জেন্টিনার ভক্ত বেড়েছে। আমাদের নিয়ে বাংলাদেশের এমন উন্মাদনা আছে জেনে গর্ব হয়।'
নিঃস্বার্থভাবে এতদিন ভালোবেসে যাওয়া ভক্তকূলের জন্য এটি পরম সৌভাগ্যের। হৃদয়ের সবটা যাদের জন্য উজাড় করে দিয়ে আসছে রোজ, তারাও রাখে ভক্তদের খোঁজ। এ তো পরম পাওয়া, চাওয়ার চেয়ে বেশিই হয়তো।