বাংলাদেশের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত নিউজিল্যান্ড
হোম কন্ডিশনে বাংলাদেশ বেশ শক্তিশালী দল। কদিন আগে অস্টিলিয়াকে নাস্তানাবুদ করে ছেড়েছে লাল-সবুজের দল। অসিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ৪-১ ব্যবধানে। অস্ট্রেলিয়ার পর বাংলাদেশের কন্ডিশনে পরীক্ষা দেবে নিউজিল্যান্ড। কিউইরা অবশ্য বাংলাদেশের কন্ডিশনে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। সিরিজ শুরুর আগের দিন এমনটাই আভাস দিয়ে রেখেছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম।
আগামীকাল বুধবার থেকে মাঠে গড়াবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের আগে প্রস্তুতির জন্য ভালো সুযোগ পেয়েছে নিউজিল্যান্ড। গত কয়েকদিন ধরে মিরপুর শেরেবাংলার উইকেটে ঘাম ঝরিয়েছেন সফরকারীরা। সবমিলে তাদের প্রস্তুতি ভালো হয়েছে। সিরিজ শুরুর আগে তাই অতিথি অধিনায়কের মুখেও শোনা গেল স্বস্তির কথা। বাংলাদেশের উইকেটে সাফল্য পাওয়া কঠিন হলেও সব চ্যালেঞ্জ নিতে তারা প্রস্তুত বলেই জানালেন ল্যাথাম।
আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে টম ল্যাথাম বলেন, ‘অবশ্যই সিরিজটি খুব চ্যালেঞ্জিং হবে। আমরা জানি, এই কন্ডিশনে ওরা কতটা ভালো দল। অভিজ্ঞতায় সমৃদ্ধ ওরা। আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব সেরা প্রস্তুতি নিতে। এটাই আমাদের হাতে আছে। মাঠে নেমে চেষ্টা থাকবে পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করা ও দলের জন্য নিজেদের মেলে ধরা। অস্ট্রেলিয়া সিরিজেও দেখেছি ওরা কতটা ভালো। তবে ছেলেরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’
এমনকি এই সিরিজেও মন্থর উইকেট হলে সেটার জন্য প্রস্তুত নিউজিল্যান্ড। অধিনাকের কথায়, ‘অস্ট্রেলিয়া যেরকম উইকেট পেয়েছে, আমরা সেরকম উইকেটের জন্যই অনেকটা প্রস্তুত। দেশে মাউন্ট মঙ্গানুই ও লিঙ্কনে খুব ভালো ক্যাম্প করে এসেছি আমরা। আমাদের প্রত্যাশার চেয়েও চ্যালেঞ্জিং উইকেটের জন্য প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছি আমরা। এখানেও পাঁচ দিনে খুব ভালো অনুশীলন হয়েছে আমাদের। চেষ্টা করেছি এখানকার আবহাওয়া ও উইকেটের সঙ্গে যতটা সম্ভব মানিয়ে নিতে। তারপরও, ম্যাচে উইকেট যেমনই থাকুক, মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। পাঁচ ম্যাচে আমরা জানি যে, কোনো কোনো উইকেটে দুই-দিনটি ম্যাচও হবে। প্রতিটি ম্যাচের উইকেটে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে।’
আগামীকাল বুধবার বিকেল ৪টায় পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।