বাংলাদেশের জয়ের সম্ভাবনা দেখছেন ভারতীয় ধারাভাষ্যকার
মাউন্ট মঙ্গানুই টেস্টের চতুর্থ দিনেও আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। কিউইদের ওপর ছড়ি ঘুরিয়েছেন বাংলাদেশি বোলাররা। চতুর্থ দিন শেষে তাই চালকের আসনে সফরকারী বাংলাদেশ।
বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্টে চোখ রেখেছেন ভারতের জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া ও হার্শা ভোগলেও। আকাশ চোপড়া মনে করেন, এই টেস্ট জিতে ইতিহাস গড়তে পারে মুমিনুল হকের দল। অন্যদিকে বাংলাদেশের জয়ের ব্যাপারে খুবই আশাবাদী হার্শা।
চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ১৪৭ রান তুলেছে নিউজিল্যান্ড। ৫ উইকেট হাতে নিয়ে কিউইদের লিড এখন মাত্র ১৭ রান। ফলে ম্যাচের নিয়ন্ত্রণ এখন বাংলাদেশের কাছেই। কিন্তু, বাইশ গজে অনেক কিছুই হতে পারে। সবমিলিয়ে বে ওভালে কাল শেষ দিনে তুমুল লড়াইয়ের অপেক্ষায় দুই দল।
মাউন্ট মঙ্গানুই টেস্ট নিয়ে টুইটারে আকাশ চোপড়া লিখেছেন, ‘আমরা কি একটি রোমাঞ্চকর শেষ দিনের দিকে যাচ্ছি? যেখানে বাংলাদেশ ইতিহাস গড়বে, নাকি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নরা এখনও ঘুরে দাঁড়ানোর কোনো উপায় খুঁজে পাবে? যা কিছুই হোক আকর্ষণীয় হবে।’
আরেক ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্শা ভোগলের আশা, শেষ দিনে হয়তো ম্যাচটি জিতেই যাবে বাংলাদেশ। টুইটারে তিনি লিখেছেন, ‘মাউন্ট মঙ্গানুইয়ে ব্যতিক্রমী কিছু হতে যাচ্ছে। এটি বাংলাদেশের জন্য অনেক বড় একটি মুহূর্ত হবে। তারা স্থির সংকল্পে ব্যাট করেছে, পেস দিয়ে ম্যাচ জেতার পথে আছে।’
আজ টেস্টের চতুর্থ দিন শেষে ৫ উইকেটে ১৪৭ রান নিয়ে দিন শেষ করেছে নিউজিল্যান্ড। দিন শেষে উইকেটে ৩৭ রানে অপরাজিত আছেন রস টেইলর। তাঁর সঙ্গে ৬ রানে ছিলেন রাচিন রবীন্দ্র। আজ শেষ সেশন পর্যন্ত ১৭ রানে এগিয়ে আছে টম ল্যাথামের দল।
বে ওভালে আজ চতুর্থ দিন সকালে ৪৫৮ রানে থেমেছে বাংলাদেশের প্রথম ইনিংস। নিউজিল্যান্ডের ইনিংস টপকে বাংলাদেশ লিড নিতে পেরেছে ১৩০ রানের। এ রান শেষ সেশনে টপকে গেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়নরা।