বাংলাদেশের দারুণ শুরুর পর নিউজিল্যান্ডের প্রতিরোধ
মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম টেস্টের শুরুটা দারুণ করে বাংলাদেশ। ইনিংসের শুরুতেই ফিরিয়ে দেয় নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথামকে। কিন্তু, প্রথম সেশনে শুরুর ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। শুরুর ধাক্কা কাটিয়ে প্রথম সেশনেই প্রতিরোধ গড়ে তোলে টম ল্যাথামের নিউজিল্যান্ড।
আজ শনিবার টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে ২৭ ওভারে ১ উইকেটে ৬৬ রান তোলে নিউজিল্যান্ড। দ্বিতীয় সেশনেও রানের চাকা সচল আছে কিউইদের।
কিন্তু, দলীয় ১ রানেই উইকেট হারিয়েছিল তারা। কেইন উইলিয়ামসনের অনুপস্থিতিতে নেতৃত্ব পাওয়া টম ল্যাথামকে টিকতে দেননি পেসার ফেরান শরিফুল। বাংলাদেশি পেসারের ভেতরে ঢোকা বল ল্যাথামের ব্যাটের ভেতরের কানা ছুঁয়ে প্যাডে লেগে চলে যায় উইকেটের পেছনে। বাঁ-দিকে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ নিয়ে ফিরিয়ে দেন লিটন। ১৪ বলে ১ রান করেন ল্যাথাম।
ল্যাথাম ফিরলেও শুরুর দিকে নিয়ন্ত্রিত বোলিং দিয়ে দাপট দেখায় বাংলাদেশ। প্রথম ৮ ওভারে স্রেফ দুই রান দেয় বাংলাদেশ। তা ছাড়া প্রথম ঘণ্টাতেও মাত্র ১৫ রান দেয় বাংলাদেশ। তবে, শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে রানার গতি বাড়িয়েছে নিউজিল্যান্ড। দ্বিতীয় উইকেটে ১৩৮ রানের জুটি গড়েন ডেভন কনওয়ে ও উইল ইয়ং। ৪৮.৩ তম ওভারে ইয়ংয়ের রান আউটে ভাঙে ওই জুটি। ১৩৫ বলে ৫২ রানের ইনিংস খেলে ফিরে যান ইয়ং।
প্রথম সেশনের সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড ১ম ইনিংস : ২৭ ওভারে ৬৬/১ (ল্যাথাম ১, ইয়াং ২৭*, কনওয়ে ৩৬*; তাসকিন ৯-৪-১৯-০, শরিফুল ৮-৩-২০-১, ইবাদত ৭-১-২৫-০, মিরাজ ৩-১-২-০)।