বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের নিউজিল্যান্ড একাদশ ঘোষণা
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল নিউজিল্যান্ড সফরে। খেলবে দুটি টেস্ট। টেস্ট ম্যাচের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
দুই দিনের প্রস্তুতি ম্যাচটি আগামী ২৮ ডিসেম্বর শুরু হবে। প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশ গোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
নিউজিল্যান্ড একাদশ : জ্যাক বয়েল, ডেভন কনওয়ে, মা’আরা আভে, জ্যাকব ভুলা, জ্যাকব কামিং, জোয়ি ফিল্ডস, জ্যারড ম্যাকে, টিম প্রিঙ্গল, ব্রেট র্যান্ডেল, মিচ রেনউইক, টিম রবিনসন, নিল ওয়াগনার।