বাংলাদেশের ব্যাটারদের ধৈর্য সিডন্সকে মুগ্ধ করেছে
বাংলাদেশ দলের ব্যাটিং কোচ জেমি সিডন্স আজ মঙ্গলবার বলেছেন, চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে তাদের ব্যাটাররা যেভাবে খেলেছেন, তিনি তাতে মুগ্ধ। বাংলাদেশ তৃতীয় দিনের খেলা শেষে তিন উইকেটে ৩১৮ রান করে। অবশ্য শ্রীলঙ্কার প্রথম ইনিংসের চেয়ে এখনো ৭৯ রানে পিছিয়ে স্বাগতিকরা।
বাংলাদেশ দক্ষিণ আফ্রিকায় বাজে খেলেছিল। সেখানে তারা দুটি টেস্টের দ্বিতীয় ইনিংসে যথাক্রমে ৫২ এবং ৮০ রান করেছিল।
বাংলাদেশের ব্যাটিং ইউনিটকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ধৈর্য ধরে না খেলার দায় নিতে হয়েছিল। কিন্তু এদিন তারা দুর্দান্ত খেলেছে। চোটের কারণে ১৩৩ রান করে অবসর নেওয়ার আগে তামিম ইকবাল দুর্দান্ত একটি সেঞ্চুরি করেন। মাহমুদুল হাসান জয়ের সঙ্গে ১৬২ রানের জুটি গড়েছিলেন তিনি।
যদিও মুমিনুল হক এবং নাজমুল হোসেন শান্ত বড় সংগ্রহ গড়েতে ব্যর্থ হন। তবে মুশফিকুর রহিম (অপরাজিত ৫৩) এবং লিটন দাস (অপরাজিত ৫৪) ভালো খেলায় ব্যাট হাতে বাংলাদেশ ভালো জবাব দেয়।
এ ব্যাপারে সিডন্স বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় আমরা ভুল করেছি। তবে টেস্ট ক্রিকেট কোনো রেস নয়। ছয় ঘণ্টার ব্যাটিংয়ে ব্যাটাররা ভালো করেছে। তামিম চমৎকার ইনিংস খেলেছে। মুশি এবং লিটন ধারাবাহিকতা রেখেছে। খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস দেখেছি।’
বাংলাদেশ দলের ব্যাটং কোচ আরও বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় ৫২ এবং ৮০ রানে অলআউট হওয়ার কারণ ছিল ব্যাটারদের ধৈর্যের ঘাটতি ছিল। অবশ্য তাদের ভালো বোলিং আক্রমণের মুখোমুখি হতে হয়েছিল। খুব বেশি কিছু করার ছিল না। টেস্ট ক্রিকেট খেলার জন্য তাদের যে শৃঙ্খলার প্রয়োজন তা নিয়ে তাদের সাথে কথা বলেছি। এবার তারা সেভাবে খেলতে পেরেছে।’
তামিম যেভাবে ব্যাট করেছেন তাতে মুগ্ধ হয়েছেন সিডন্স। এ ব্যাপারে তিনি বলেন, ‘তামিমের পারফরম্যান্স দুর্দান্ত ছিল। আরও অনেক কিছু বাকি আছে। সে এখনও নট আউট। সে ফিট হয়ে ফিরে আসতে পারে। আজ আমরা যা চেয়েছিলাম ঠিক তাই হয়েছে।’
‘দুই দিন মাঠে থাকার পর, গরমে ব্যাটিং করতে অনেক কিছু লাগে। তারা খুবই ধৈর্যশীল ছিল। যখন তাকে একেবারে তুলে দেওয়া হয়েছিল, তখনই কেবল চার মেরেছিল। আমি তাকে আগে দেখেছি, এমনভাবে খেলেনি।’
চতুর্থ দিনের খেলা সম্পর্কে বাংলাদেশ কোচ বলেন, ‘লিটন খুব দ্রুত স্কোর করে। আমরা জানি সাকিব কী করে। তামিম এখনও (আবার) আসতে বাকি। আমাদের কিছু খেলোয়াড় আছে যারা কাল শ্রীলঙ্কার ওপর চাপ সৃষ্টি করতে পারে। উইকেটটা খুব ভালো। আমি আশা করি দল একটা ভালো স্কোর করতে পারবে।’