বাংলাদেশের সাবেক কোচকে টপকে ইংলিশ তারকার কীর্তি
নিউজিল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনে অনবদ্য এক রেকর্ড গড়লেন স্টুয়ার্ট ব্রড। প্রথম ইনিংসে দুজন কিউই ব্যাটসম্যানকে আউট করে সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারিদের তালিকায় কোর্টনি ওয়ালশকে টপকে যান এই ইংলিশ পেসার। বাংলাদেশের সাবেক বোলিং কোচকে টপকে ইংলিশ তারকার অবস্থান ষষ্ঠ।
টেস্টের দ্বিতীয় দিনে টম ল্যাথাম ও ডেভন কনওয়ের উইকেট দখল করেন ব্রড। ল্যাথাম ছিলেন স্টুয়ার্টের ক্যারিয়ারের ৫১৯তম টেস্ট শিকার। কনওয়েকে আউট করার পর ব্রডের টেস্ট উইকেট সংখ্যা দাঁড়ায় ৫২০।
ল্যাথামকে আউট করা মাত্রই ক্যারিবিয়ান কিংবদন্তি ওয়ালশের ৫১৯টি উইকেটের রেকর্ড ছুঁয়ে ফেলেন ব্রড। কনওয়েকে ফিরিয়ে ওয়ালশকে টপকে সর্বকালীন টেস্ট উইকেট সংগ্রহকারীদের তালিকায় ছয় নম্বরে চলে আসেন ব্রড।
এই ইংলিশ তারকার সামনে আছেন মুত্তিয়া মুরলিধরন, শেন ওয়ার্ন, অনিল কুম্বলে, অ্যান্ডারসন ও গ্লেন ম্যাকগ্রা। উল্লেখ্য, অ্যান্ডারসনের পর ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি হলেন ব্রড।
টেস্টে সর্বাধিক উইকেট শিকার যাঁদের-
১. মুত্তিয়া মুরলিধরন: ৮০০
২. শেন ওয়ার্ন: ৭০৮
৩. অনিল কুম্বলে: ৬১৯
৪. জেমস অ্যান্ডারসন: ৬১৬*
৫. গ্লেন ম্যাকগ্রা: ৫৬৩
৬. স্টুয়ার্ট ব্রড: ৫২০*
৭. কোর্টনি ওয়ালশ: ৫১৯
৮. ডেল স্টেইন: ৪৩৯
৯. কপিল দেব: ৪৩৪
১০. রঙ্গনা হেরথ: ৪৩৩