বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্টের টিকেট পাবেন যেভাবে
বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচ শুরু হবে আগামী মঙ্গলবার (৪ এপ্রিল) থেকে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে খেলাটি। ম্যাচ উপলক্ষে আজ রোববার (২ এপ্রিল) টিকেটের বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কবে , কোথায় ও কোন স্ট্যান্ডের টিকেটের মূল্য কত—জানিয়েছে তারা।
বরাবরের মতোই সবচেয়ে বেশি মূল্য গ্র্যান্ড স্ট্যান্ডের। এক হাজার টাকা ধরা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের একেকটি টিকেটের দাম। ভিআইপি স্ট্যান্ডের দাম ধরা হয়েছে ৫০০ টাকা। এরপর ক্লাবহাউজ ৩০০, উত্তর ও দক্ষিণের স্ট্যান্ড ২০০ ও পূর্ব দিকের গ্যালারির টিকেট পাওয়া যাবে ১০০ টাকায়।
আজ দুপুর ২টা থেকে আগামীকাল সোমবার (৩ এপ্রিল) দুপুর ২টা পর্যন্ত বিসিবির অফিশিয়াল ওয়েবসাইটে এবং আগামীকাল ও ম্যাচের দিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পাওয়া যাবে ম্যাচের টিকেট। একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে একজন সর্বোচ্চ ২টির বেশি টিকিট কিনতে পারবেন না।