বাংলাদেশ সতর্ক, জিততে চায় ওয়েস্ট ইন্ডিজ
প্রথম ম্যাচে দারুণ জয়ে অনেকটাই ফুরফুরে মেজাজে বাংলাদেশ দল। আজ শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে তামিম-সাকিবরা। তিন ম্যাচের সিরিজে আজই জয় নিশ্চিত করতে চায় লাল-সবুজের দল।
অবশ্য বাংলাদেশকে চাপে ফেলার সামর্থ্য ওয়েস্ট ইন্ডিজের আছে বলে মনে করেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান, ‘ওয়েস্ট ইন্ডিজের প্রথম সারির খেলোয়াড়রা আসেনি বলে, আপনি যদি মনে করেন তারা ভালো দল নয়, তবে তা ভুল ভাবা হবে। আমরা দেশে ও বিদেশে তাদের পূর্ণ শক্তির দলকে হারিয়েছি। কিন্তু তারা সব সময়ই ভালো দল। তাই এই জয়ে আমাদের হাল ছেড়ে দেওয়া উচিত হবে না। তারা আমাদের বিপক্ষে জ্বলে উঠতে পারে। তাদের হারানোর জন্য আমাদের আরো পরিশ্রম করতে হবে।’
সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারাতে চান ওয়েস্ট ইন্ডিজের জেসন। তিনি বলেন, ‘আমাদের নিজেদের আরো সময় দিতে হবে। ইনিংসের মাঝখানে স্পিনারদের বিপক্ষে রান করাটা কঠিন। যা ইনিংসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। অবশ্য এই সময়ের বোলিংয়ে আমাদের আরো ভালো খেলা দরকার। ব্যাটিংয়ের ক্ষেত্রে আমরা অনভিজ্ঞ, তবে আমি মনে করি, খেলোয়াড়রা যোগ্য। অবশ্য উইকেট কিছুটা কঠিন ছিল। আশা করছি পরের ম্যাচে আমরা ভালো করতে পারব।’