বাংলাদেশ সফরের মাঝে কেন ভারত যাবেন রশিদ-নবীরা?
জুনে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আফগানিস্তান ক্রিকেট দল। তবে এই সিরিজে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট, তিন ওয়ানডে আর দুটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল আফগানদের। তবে এই সিরিজের মাঝপথে ভারতে গিয়ে ফের বাংলাদেশে আসবে আফগানিস্তান। হঠাৎ সিরিজের মাঝপথে কেন ভারত যাবে আফগানিস্তান।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের অনুরোধে এই সিরিজের সময়সূচিতে পরিবর্তন এনেছে বিসিবি। আইসিসির এফটিপি অনুযায়ী এই সিরিজে দুই টেস্ট, তিন ওয়ানডে আর তিন টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশ ও আফগানিস্তানের। আলোচনার ভিত্তিতে একটি টি-টোয়েন্টি ও একটি টেস্ট কমানো হয়েছে। কারণ বাংলাদেশ সিরিজের মাঝপথে ভারতে যাবেন রশিদ-নবীরা। সেখানে সিরিজ খেলে ফের বাংলাদেশে আসবে আফগানরা।
গতকাল বৃহস্পতিবার (১১ মে) বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানান, আফগানিস্তান সিরিজে দুটি টেস্ট ম্যাচ হওয়ার কথা ছিল। তবে আমরা একটি বাদ দিয়েছি। এখন একটা টেস্ট, তিনটি ওয়ানডে আর দুটো টি-টোয়েন্টি হবে। এটাই পূর্ণাঙ্গ সূচি। এই বিষয়ে আমরা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলছি। আগামী ২-১ দিনের মধ্যে ভেন্যু ও দিনক্ষণ চূড়ান্ত হয়ে যাবে’।
জুনের শুরুতে বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান। সফরের শুরুতে টেস্ট ম্যাচ খেলবে আফগানরা। টেস্ট খেলেই ভারতে চলে যাবে আফগানরা। সেখানে সিরিজ খেলে ঈদুল আযহার পর এসে সিরিজের বাকি অংশ খেলবে আফগানিস্তান।