বার্মিংহামে দুই পাকিস্তানি বক্সার নিখোঁজ
পাকিস্তান বক্সিং ফেডারেশন (পিবিএফ) নিশ্চিত করেছে, কমনওয়েলথ গেমসে অংশ নিতে গিয়ে বার্মিংহামে দুই বক্সার নিখোঁজ হয়েছেন।
ফেডারেশনের সাধারণ সম্পাদক নাসির টাং জানিয়েছেন, সুলেমান বালুচ ও নাজিরুল্লাহ বার্মিংহাম থেকে ইসলামাবাদে রওনা হওয়ার কয়েক ঘণ্টা আগে নিখোঁজ হয়ে যান।
ডনের খবরে জানা গেছে, দুই বক্সারের পাসপোর্ট পিবিএফ কর্মকর্তাদের কাছে রয়েছে। তারা ব্রিটিশ সরকার ও পুলিশকে বক্সারদের নিখোঁজ হওয়ার বিষয়ে জানিয়েছে।
পিবিএফের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতির অধীনে দুজনের নথি জব্দ করেছি। দ্রুতই বক্সারদের খুঁজে বের করা হবে।’
এদিকে পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশন (পিওএ) বিষয়টি তদন্ত করতে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে।
এবারের কমনওয়েলথ গেমসে বক্সিং থেকে কোনো পদক পায়নি পাকিস্তান। অন্য খেলা থেকে মোট আটটি পদক জিতেছে তারা। পেয়েছে দুটি স্বর্ণও। ভারোত্তোলন এবং জ্যাভলিনে স্বর্ণ জিতেছে পাকিস্তান।
এর আগে শ্রীলঙ্কা দলের তিন সদস্য নিখোঁজ হয়ে যায় কমনওয়েলথ গেমস থেকে। পরে তাঁদের মধ্যে দুজনকে খুঁজে পাওয়া গিয়েছিল বলে জানা যায়।