বার্সাকে টেক্কা দিতে মেসিকে বিশাল অঙ্কের প্রস্তাব আল হিলালের
ফরাসি ক্লাব পিএসজিতে লিওনেল মেসির ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার বেড়াজালে বন্দি। আর্জেন্টাইন তারকা চুক্তি নবায়ন করবেন নাকি ক্লাব ছাড়বেন তা নিয়ে এখনও ধোয়াঁশা কাটেনি। এমন সময়ে মেসিকে পেতে টাকার অঙ্ক আরও বাড়িয়েছে সৌদি ক্লাব আল হিলাল, এমন গুঞ্জন শোনা যাচ্ছে।
আজ বৃহস্পতিবার (১৮ মে) জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, মেসিকে আগে বছরে ৪০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেওয়া হলেও, তা এখন বাড়িয়ে ৫০০ মিলিয়ন ইউরো করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫৮০০ কোটি টাকার সমপরিমাণ।
পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সৌদি ক্লাব আল-নাসেরে যোগ দেওয়ার পর থেকেই আলোচনায় লিওনেল মেসি। তাকে দলে ভেড়াতে বেশকবার আরেক সৌদি ক্লাব আল হিলালের নাম শোনা গেলেও সবকিছু গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন মেসির পরিবার। তবে মেসিকে পাওয়াটা যে এত সহজ হবে না তা ভালোই জানা আল হিলালের। তাই হয়তো টাকার অঙ্ক বাড়িয়ে তাকে দলে নেওয়ার চেষ্টা সৌদি প্রো লিগের প্রভাবশালী ক্লাবটির।
মেসিকে পেতে মুখিয়ে আছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনাও। যদিও এত পরিমাণ অর্থ দিয়ে তারা মেসিকে নিতে নারাজ। বার্সা সভাপতি লাপোর্তাও মেসিকে নিতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে সবকিছু নির্ভর করছে পিএসজির ওপর। কারণ তারাও শর্তসাপেক্ষে মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।