বার্সা-অ্যাথলেটিকোর ড্রয়ে সুবিধা রিয়ালের
শিরোপার রেসে টিকে থাকতে হলে ম্যাচটি জেতা খুবই গুরুত্বপূর্ণ ছিল বার্সেলোনার জন্য। প্রতিপক্ষ অ্যাথলেটিকো মাদ্রিদ বলে কাজটা কঠিনই হয়ে ওঠে। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দলটির সঙ্গে পেরে ওঠেনি বার্সেলোনা। গোলশূন্য ড্র করে মাঠ ছাড়ে দুই দল। আর এই ড্রয়ে রেসে অনেকটাই পিছিয়ে পড়েছে মেসির দল।
আজ শনিবার অনুষ্ঠিত ম্যাচটিতে জিতলে লা লিগার শিরোপা জয়ের অনেকটাই কাছাকাছি চলে যেত অ্যাথলেটিকো। অন্যদিকে বার্সা জিতলে লড়াইয়ে টিকে থাকতো ভালোভাবে। তবে রিয়াল মাদ্রিদের প্রত্যাশা ছিল ম্যাচটি যেন ড্র হয়। সেক্ষেত্রে লিগ শিরোপা ধরে রাখার সুযোগটা বাড়বে তাদের। অ্যাথলেটিকোর চেয়ে ৩ পয়েন্ট কম থাকলেও সেভিয়ার বিপক্ষে জয় পেলেই তাদের ছুঁয়ে ফেলবে তারা। আর হেড টু হেডে এগিয়ে থাকায় এগিয়ে থাকবে তারাই।
এদিনের ড্রয়ে ৩৫ ম্যাচে অ্যাথলেটিকোর সংগ্রহ ৭৭ পয়েন্ট। সমান ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। তাদের সংগ্রহ ৭৫ পয়েন্ট। আর এক ম্যাচ কম খেলে ৭৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল।
এদিনের ম্যাচের প্রথমার্ধে খুঁজেই পাওয়া যায়নি বার্সেলোনাকে। তারা প্রথম ৪৫ মিনিটে মাত্র দুটি শট করতে পেরেছে প্রতিপক্ষের পোস্টে। একটিও কাজে লাগাতে পারেনি। দ্বিতীয়ার্ধে শতচেষ্টা করেও সাফল্য পায়নি বার্সেলোনা অথবা অ্যাথলেটিকো মাদ্রিদ। তাই পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় তাদের।