বার্সেলোনা নয়, পিএসজিতেই থাকছেন মেসি
বিশ্বকাপ জয়ের পর এখন সাফল্যের সপ্তশৃঙ্গে লিওনেল মেসি। ক্লাবের হয়ে সব পেয়ে যাওয়া মেসির একটাই অপূর্ণতা ছিল। সেটিও পাওয়া হয়ে গেল। দেশের যাত্রা শেষে আবার ক্লাবে ফেরার পালা। প্যারিস সেইন্ট জার্মেইয়ের হয়ে পুনরায় পথচলার আগে আর্জেন্টাইন মহাতারকাকে নিয়ে গুঞ্জন উঠেছে ক্লাব ছাড়ার।
কথা ওঠে, মেসি পিএসজি ছাড়বেন বর্তমান চুক্তি শেষে। ফিরবেন নাকি পুরনো ক্লাব বার্সেলোনায়। যেতে পারেন আমেরিকাতেও। একাধিক গুঞ্জন ডালপালা মেলেছিল। তবে সেসব গুঞ্জনে পানি ঢেলে পিএসজির সঙ্গে শিগরির নতুন চুক্তি করতে যাচ্ছেন মেসি। মৌখিকভাবে এমনটিই জানিয়েছেন তিনি।
বিশ্বকাপ চলাকালে খবর রটেছিল, আমেরিকান ক্লাব ইন্টার মিয়ামি থেকে প্রস্তাব পেয়েছেন মেসি। কথা চলছে বার্সার সঙ্গেও। দু'টোর কোনোটাই অস্বীকার করেননি তিনি। তবে জানিয়েছেন, সেসবের কিছুই ঘটছে না। বরং ক্লাবে ফিরেই নতুন চুক্তিতে সই করবেন তিনি।
মেসির সঙ্গে পিএসজির বর্তমান চুক্তি ২০২৩ এর জুন পর্যন্ত। সেটি বাড়তে পারে এক বছর। নির্দিষ্ট সময় বা কত টাকা বাড়তে পারে চুক্তির পরিমাণ, সেই বিষয়ে জানা যাবে মেসি ও পিএসজির মালিক নাসের আল খেলাইফির বৈঠকের পরেই।