বিশেষ দিনে ব্যর্থতা ভোলার বার্তা সাকিবের
ক্রিকেটের কোনো ব্যস্ততা না থাকায় এবারের ঈদটা বেশ ভালোভাবে কাটাতে পারছেন বাংলাদেশের ক্রিকেটারেরা। ব্যবসায়িক ব্যস্ততার পাশিপাশি দারুণ ঈদ কাটাচ্ছেন সাকিব আল হাসানও। ঈদের আনন্দ ভক্তদের সঙ্গে ভাগ করে নেওয়ার পাশাপাশি বিশেষ দিনে ব্যর্থতা ভোলার বার্তা দিলেন বিশ্বসেরা অলরাউন্ডার।
ভক্তদের ঈদের শুভেচ্ছা একটু আগেভাগেই জানিয়ে দিলেন সাকিব। গতকাল সোমবার রাতে এক ফেসবুক পোস্টে ভক্তদের ‘ঈদ মোবারক’ জানান তিনি। সেইসঙ্গে সব ব্যর্থতা ভুলে সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে দিকে এগোনোর আহ্বান জানালেন দেশসেরা ক্রিকেটার।
নিজের ফেসবুক পাতায় সাকিব লিখেছেন, ‘এ ঈদ বয়ে আনুক আমাদের সকলের হৃদয়ে খুশি ও সহমর্মিতার অনুভূতি। সকল ব্যর্থতা ভুলে চলুন এ ঈদে সকলে এগিয়ে যাই সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে। পবিত্র ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক!’
ঈদের কিছুদিন পর থেকেই ব্যস্ততা শুরু হয়ে যাবে সাকিবদের। কারণ, ঈদের কয়েক দিন পরেই বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। তাই, ৮ তারিখের মধ্যেই ক্রিকেটারদের উপস্থিত থাকার পরামর্শ দেওয়া হয়েছে ক্রিকেট বোর্ড থেকে।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৮ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে সিরিজটি হবে। সিরিজের প্রথম টেস্ট হবে আগামী ১৫ মে, চট্টগ্রামে। আর, দ্বিতীয় ও শেষ টেস্টটি হবে ২৩ মে, মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
এ ছাড়া সফরে দুদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। শুরুতে চট্টগ্রামে এ ম্যাচটি হওয়ার কথা থাকলেও ভেন্যু পরিবর্তন করে নতুন ভেন্যু হিসেবে বিকেএসপিকে বেছে নিয়েছে বিসিবি।