বিশ্বকাপের জন্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের দল ঘোষণা
ফুটবল বিশ্বকাপের দামামা বাজতে শুরু করেছে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এর মধ্যেই নিজেদের দল ঘোষণা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। আসন্ন কাতার বিশ্বকাপকে সামনে রেখে ২৫ জনের ঘোষণা করেছেন ফ্রান্স কোচ দিদিয়ে দেশম।
বিশ্বকাপের আগে ফ্রান্সের বড় চিন্তা খেলোয়াড়দের চোট। সেটা মেনে নিয়েই দল সাজাতে হলো দেশকে। চোটে হারানো তারকাদের মধ্যে নেই রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার ফেরলঁদ মঁদি, মিডফিল্ডার পল পগবা ও এনগোলো কন্তে। ২০১৮ বিশ্বকাপ জয়ের মিশনে গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তারা। কিন্তু এবার চোট তাঁদের খেলতে দিচ্ছে না।
চোট সমস্যা আছে এবারের ব্যালন ডি’অর জয়ী স্ট্রাইকার করিম বেনজেমারও। তবুও চোট কাটিয়ে ফেরার আশায় নেওয়া হয়েছে তাঁকে।
আগামী ২০ নভেম্বর পর্দা উঠবে এবারের বিশ্বকাপের। দেশটির আটটি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়বে ৩২টি দল। বিশ্বকাপের প্রথম দিন স্বাগতিক কাতার মুখোমুখি হবে ইকোয়েডরের। ২২ নভেম্বর শুরু হবে ফ্রান্সের মিশন। তাদের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে। এবারের বিশ্বকাপে ফ্রান্স খেলবে ‘ডি’ গ্রুপে। সেখানে তাদের তিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও তিউনিসিয়া।
ফ্রান্স দল:
গোলরক্ষক: উগো লরিস, আলফুঁস আরিওলা, স্তিভ মাঁদাঁদা।
ডিফেন্ডার: লুকা এরনঁদেজ, থিও এরনঁদেজ, প্রেসনেলে কিম্পেম্বে, জুল কুন্দে, ইব্রাহিমা কোনাতে, বাঁজামাঁ পাভার্দ, উইলিয়াম সালিবা, দায়দ উপেমেকানো, রাফায়েল ভারানে।
মিডফিল্ডার: এদুয়ার্দো কামাভিঙ্গা, ইউসুফ ফোফানা, মাতেও গেনদুজি, আদ্রিওঁ রাবিও, অহেলিয়া চুয়ামেনি, জরদাঁ ভেরেতু।
ফরোয়ার্ড: করিম বেনজেমা, কিংসলে কোমান, উসমান দেম্বেলে, অলিভিয়ে জিরুদ, আন্তোইন গ্রিজম্যান, কিলিয়ান এমবাপে, ত্রিস্তোফা এনকুনকু।