বিশ্বকাপের ভারতীয় দলে থাকবেন বুমরাহ?
ভারতীয় পেস আক্রমণের অন্যতম ভরসা জসপ্রীত বুমরাহ। তাঁর চোট দলটির জন্য একটা বড় ধাক্কা। অস্ট্রেলিয়া বিশ্বকাপের আগে তাঁর সেরে উঠার সম্ভাবনা খুবই কম। তাঁর জায়গায় কে খেলবেন তা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে।
এ ব্যাপারে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী সাংবাদিকদের বলেন, ‘দেখা যাক কী হয়। বুমরাহ এখনও বিশ্বকাপের বাইরে নন। তাকে এখনো বাদ দেওয়া হয়নি।’
ক্রিকবাজের খবরে জানা গেছে বুমরাহর চোট কতটা গুরুতর তা স্ক্যান করা হয়েছে। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ) তা নিয়ে পর্যলোচনা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভারতীয় পেসার পিঠের চোটে ভুগছেন।
বুমরাহ অস্ট্রেলিয়ায় খেলবেন এর কোনো নিশ্চয়তা নেই। সোমবারের মধ্যে তা জানা যাবে। টিম ম্যানেজমেন্ট এবং জাতীয় নির্বাচকরা তাঁর বদলি নিয়ে আলোচনায় বসবেন।
বেশ কয়েকজন খেলোয়াড়ের সম্ভাবনা রয়েছে। উমেশ যাদব ও মোহাম্মদ সিরাজের নাম বেশি আলোচনায়।
মোহাম্মদ শামি করোনায় আক্রান্ত। বিশ্বকাপের ভারতীয় দলে অন্তর্ভুক্তির আগে তাঁকে কয়েকটি ম্যাচ খেলতে হবে। ৬ থেকে ১১ অক্টোবরের মধ্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি ওয়ানডে খেলার কথা তাঁর। তিনটি ওডিআইয়ের পর তিনি অস্ট্রেলিয়া যেতে পারেন।
ভারতীয় দল অস্ট্রেলিয়ায় কয়েকজন নেট বোলার নিয়ে যাবে এটি প্রায় নিশ্চিত। কুলদীপ সেন এবং ওমরান মালিক এই তালিকায় আছেন।
ভারতীয় দল ৬ অক্টোবর অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হবে। দক্ষিণ আফ্রিকা শিখর ধাওয়ানের নেতৃত্বে দলের বিপক্ষে খেলবে।