আইসিসির মাস সেরা ক্রিকেটার নির্বাচিত বুমরাহ
ব্যাপারটা অনুমিতই ছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। ভারতের বিশ্বকাপ জয়ে অন্যতম ভূমিকা ছিল তার। গত কয়েক বছরে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন জাসপ্রীত বুমরাহ। ভারতীয় এই পেসার যে কোনো পরিস্থিতিতেই মানিয়ে নিতে পারেন। টি-টোয়েন্টির ধুন্ধুমার ব্যাটিংয়ের সময়ে এসেও বিশ্বকাপে তার ইকোনমি পাঁচের নিচে।
বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া বুমরাহ এবার পেলেন আরও একটি স্বীকৃতি। আইসিসির জুন মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন বুমরাহ। পেছনে ফেলেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ও আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজকে।
আইসিসির মাস সেরা হয়ে বুমরাহ বলেন, ‘মাস সেরা খেলোয়াড় হতে পেরে আমি আনন্দিত। এটি আমার জন্য বেশ গৌরবের। গত কয়েকটি সপ্তাহ আমাদের দারুণ কেটেছে। দলের সঙ্গে অনেক আনন্দ করেছি। এই পুরস্কার সপ্তাহব্যাপী উদযাপনে পূর্ণতা দিয়েছে।’
এর আগে বুমরাহর প্রশংসায় কোহলি বলেছিলেন, ’ফাইনালে শেষ ওভার ছিল বেশ উত্তেজনাকর। বুমরাহ তার স্পেলে আমাদের ম্যাচে ফিরিয়েছে। একটি উইকেট নেওয়ার পর মনে হয়েছে পাথর সরেছে বুক থেকে। শুধু ফাইনাল কেন, পুরো বিশ্বকাপে সে দুর্দান্ত খেলেছে। আমাদের শিরোপা জয়ের পথে তার অবদান অনেক।’
মেয়েদের বিভাগে আইসিসির মাস সেরা নির্বাচিত হয়েছেন আরেক ভারতীয়, স্মৃতি মান্দানা।