বিশ্বকাপ শেষ স্ট্রাইকার সাদিও মানের
আফ্রিকান দেশ সেনেগালকে বড় দুঃসংবাদ শুনতে হলো দল ঘোষণার পাঁচদিন আগে। দলের অন্যতম ভরসা স্ট্রাইকার সাদিও মানে পড়েছেন হ্যামিস্ট্রিং ইনজুরিতে। সেরে উঠতে লাগবে কয়েক সপ্তাহ, আর এতেই তাঁর কাতার বিশ্বকাপ মিশন শেষ। ফরাসি মিডিয়া এলইকুইপির বরাত দিয়ে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।
গতকাল মঙ্গলবার রাতে বুন্দেসলিগায় ব্রেমেনের বিপক্ষে ম্যাচে চোট পান সাদিও মানে। ম্যাচ চলার ২০ মিনেটের মধ্যে তিনি আঘাত পান। এ সময় মাঠেই প্রাথমিক চিকিৎসার পর তুলে নেওয়া হয় তাকে। ডাক্তারি পরীক্ষার পর জানা গেছে, কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। তাতে শেষ এই তারকার বিশ্বকাপ স্বপ্ন।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বায়ার্ন মিউনিখ কোচ জুলিয়ান নাগেলসম্যানের বলেছেন, ‘সাদিও পায়ের ওপরের অংশে আঘাত পেয়েছেন। আঘাতপ্রাপ্ত জায়গাটি খুবই অস্বস্তিকর।’
এমন খবরে দলের পাশাপাশি সেনেগাল কোচ আলিউ সিসে খেয়েছেন বড় ধাক্কা। দলের সবচেয়ে বড় তারকাকে হারিয়ে শক্তির বিচারে পিছিয়ে থাকতে হবে লায়ন্স অব তেরাঙ্গার। বিশ্বকাপের মাত্র ১১ দিন আগে কঠিন ধাক্কা খেয়ে নতুন করে দল সাজানোর পরিকল্পনা করতে হবে সেনেগালের।
কাতার বিশ্বকাপে ‘এ’ গ্রুপে আগামী ২১ নভেম্বর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে সেনেগাল। গ্রুপের অন্য দল স্বাগতিক কাতার (২৫ নভেম্বর) ও ইকুয়েডরের (২৯ নভেম্বর) বিপক্ষে খেলবে আলিউ সিসের শিষ্যরা।