বিশ্বকে দেখিয়ে ইংলিশ ক্রিকেটারদের উচ্ছ্বাস
শেষ হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। এক যুগ পর শিরোপা ফিরে পেল ইংল্যান্ড। স্বপ্নের সাগরে ভাসছে গোটা দল। অ্যালেক্স হেলস, মঈন আলি, হ্যারি ব্রুকদের চোখেমুখে উল্লাসের ফোয়ারা। ম্যাচ শেষে মাঠে যখন কথা বলছিলেন, আনন্দ উপচে পড়ছিল।
চ্যাম্পিয়ন হয়ে হ্যারি ব্রুক বলেন, ‘এটি অনবদ্য! অসংখ্য মানুষ আশা করছে আমরা ২০২৩ এর বিশ্বকাপ জিতব। কিন্তু বিশ্বকে আজ দেখিয়ে দিয়েছি বর্তমানে আমরা কোথায় আছি। দিনটি অসাধারণ। দর্শকরা চমৎকার।’
মঈন আলির কণ্ঠেও ঝরে পড়েছে উচ্ছ্বাস, ‘আমার খেলোয়াড়ি জীবনের অন্যতম সেরা একটি দিন। দল হিসেবে এই শিরোপার যোগ্য আমরা। দীর্ঘদিন একসঙ্গে খেলছি। এটি আমার এগিয়ে যাওয়ার পথে ইতিবাচক ভূমিকা রাখবে।’
ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস নিজের উল্লাসের বহিঃপ্রকাশ ঘটালেন এভাবে, ‘এমন সুযোগ সবসময় আসবে না। বিজয়ী দলের অংশ হতে পারাটা বিশেষ কিছু। পাকিস্তানের বোলিং আক্রমণ দারুণ ছিল। আমি ভালো একটা বলের অপেক্ষা করছিলাম।’
সবমিলিয়ে পাকিস্তানকে কোণঠাসা করে শিরোপা উঁচিয়ে ধরেছে ইংল্যান্ড। মেলবোর্নের আলো ঝলমল সন্ধ্যায় সবচেয়ে আলোকিত ছিল ইংল্যান্ডের তারকারাই।
আজ রোববার বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এর আগে ২০১০ সালে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। এবার পাকিস্তানকে উড়িয়ে দ্বিতীয় শিরোপা ঘরে তুলল জস বাটলারের দল। এতদিন ধরে এই ফরম্যাটে শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজের ক্যাবিনেটে শোভা বাড়িয়েছে দুটো টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবার তাদের সঙ্গী হয়েছে ইংল্যান্ড।