বিশ্বমঞ্চে লুঙ্গির স্বপ্ন পূরণ
ভারতের বিপক্ষে বিশ্বকাপ মঞ্চে দারুণ একটি দিন পার কারছেন লুঙ্গি এনগিদি। মূলত তাঁর বলেই শক্তিশালী ভারতকে অল্পতে থামিয়ে তারা। এরপর তুলে নিয়েছে গুরুত্বপূর্ণ জয়। এমন দিনে ম্যাচসেরাও স্বাভাবিকভাবে তিনি। যিটি বিশ্বকাপে তাঁর প্রথম ম্যাচসেরা হওয়ার পুরস্কার। তাইতো পুরস্কার নিতে এসে কিছুটা আবেগী হয়ে পড়লেন এই প্রোটিয়া পেসার।
চলমান বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে হারের মুখ দেখেনি ভারত। গতকাল রোববার জয়ের ছন্দে উড়তে থাকা ভারতকে মাটিতে নামাল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিদির বোলিং দাপটে বেশি দূর যেতে পারেনি ভারত। যাদবের ব্যাটে চড়ে কোনো মতে প্রোটিয়াদের ১৩৪ রানের লক্ষ্য দেয় রোহিত শর্মার দল।
যা টপকে ভারতকে ৫ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এখন প্রোটিয়ারা। ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে ভারত। সমান ৪ পয়েন্ট নিয়ে তিনে আছে বাংলাদেশ।
মূলত ম্যাচ জয়ের মূল নায়ক লুঙ্গি। নিজের গতির দিয়ে ভারতকে কাঁপিয়ে দিয়েছেন তিনি। এক স্পেলেই তুলে নিয়েছেন রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়ার উইকেট। নিজের কোটার ৪ ওভার খরচা করে মাত্র ২৯ রান দেন তিনি। নেন চার উইকেট।
ম্যাচ শেষে লুঙ্গি বলেন, ‘বিশ্বকাপে এমন কিছু অর্জন করা (ম্যাচ সেরার পুরস্কার) এবং দেশের জয়ে সাহায্য করা। এটা আমার সবচেয়ে বড় স্বপ্নগুলোর একটি। যা দীর্ঘ দিন আমার মনে জায়গা নিয়ে থাকবে।’