বিশ্রামের প্রয়োজন মুমিনুলের?
মুমিনুল হক আর ব্যর্থতা—এ দুটি যেন এখন একই সূত্রে গাঁথা। একাদশে থাকলেও আপাতত শুধু ফিল্ডার হিসেবেই খেলছেন তিনি। ব্যাটিং যে মূল ভূমিকা সে কথা ভুলতে বসেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। তাঁর মাঠের পারফরম্যান্স অন্তত সেটাই বলছে।
শেষ ৯ ইনিংস ধরে দুই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি মুমিনুল। এ ছাড়া ১৭ ইনিংসে মাত্র একটিতে দেখেছেন পঞ্চাশের দেখা, বাকি ১৬টিতেই ব্যর্থ। একের পর এক ব্যর্থতায় দলে জায়গা নিয়েই প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। সদ্য অধিনায়কত্ব ছাড়া মুমিনুলকে বিশ্রাম দেওয়া যায় কি না সেটা নিয়েও কথা হচ্ছে।
অ্যান্টিগা টেস্টের পর সাকিব আল হাসানের কাছেও জানতে চাওয়া হয়েছে সেই প্রসঙ্গে। বর্তমান অধিনায়ক সেই ভাবনাও উড়িয়ে দিলেন না। জানালেন, দ্বিতীয় টেস্টের আগে মুমিনুলের সঙ্গে আলোচনায় বসবেন তিনি।
মুমিনুলের বিশ্রাম প্রসঙ্গে সাকিব বলেছেন, ‘এটা আমার পক্ষে বলা মুশকিল। যেটা হচ্ছে, ওর সঙ্গে সব সময় কথা হয়। আবারও কথা হবে। ও যদি মনে করে ওর ব্রেক দরকার আছে, সেটা হতে পারে। এখন আসলে একটা ম্যাচ শেষ হওয়ার পরপরই কোনো সিদ্ধান্ত নেওয়াটা বা চিন্তা করাটা ভালো কিছু না। পরের দুই দিন আমাদের বিরতি আছে। এরপর যখন সেন্ট লুসিয়াতে অনুশীলন করব, ওই দিনই চিন্তা করব, আমাদের দলের জন্য কোনটা ভালো হতে পারে।'
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সফল ব্যাটারদের মধ্যে মুমিনুল অন্যতম। টেস্টে দেশের হয়ে সর্বোচ্চ ১১টি শতক এসেছে তাঁর ব্যাটেই। কিন্তু সেই মুমিনুল যেন নিজেকে হারিয়ে খুঁজছেন। ম্যাচের পর ম্যাচ সুযোগ পেয়েও ব্যর্থ হচ্ছেন তিনি। কিছুতেই আসছে না সাফল্য। কদিন আগে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যর্থ হয়েছেন। অ্যান্টিগায় গিয়েও তাঁর ব্যাটে রান নেই। এমনকি উইকেটে টিকতেই পারছেন না তিনি।
অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে রানের খাতাও খুলতে পারেননি মুমিনুল। এরপর দ্বিতীয় ইনিংসে করেছেন মাত্র ৪ রান। সব মিলে খুব খারাপ সময় পার করছেন সাবেক এই টেস্ট অধিনায়ক।