বুমরাহর নাম কপিল দেবের পাশে
বেঙ্গালুরুতে ভারত ও শ্রীলঙ্কা টেস্টের দ্বিতীয় দিনে দারুণ কিছু কীর্তি গড়লেন ভারতীয় ক্রিকেটাররা। জসপ্রীত বুমরাহ টেস্ট ক্যারিয়ারে অষ্টমবার এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন। চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথম দিনের প্রথম সেশন থেকেই বল ঘুরছিল। ভারতের প্রথম ইনিংসে ১০ উইকেটের মধ্যে আটটি নেন শ্রীলঙ্কার স্পিনাররা।
সে ধারাবাহিকতায় শ্রীলঙ্কার ওপর ভারত যে চাপ তৈরি করে তাতে বড় ভূমিকা রাখেন জসপ্রীত বুমরাহ। শ্রীলঙ্কার প্রথম ইনিংস আজ দ্বিতীয় দিনের খেলা শুরুর আধা ঘণ্টার মধ্যেই ১০৯ রানে গুটিয়ে যায়। ১০ ওভারে ৪টি মেডেনসহ ২৪ রানে পাঁচ উইকেট নেন বুমরাহ। ভারতের সহঅধিনায়ক দেশের মাটিতে এই প্রথমবার ইনিংসে পাঁচ উইকেট নিলেন।
ক্রিকবাজের খবরে জানা যায়, বুমরাহ অষ্টমবার ইনিংসে পাঁচ উইকেট নিলেন ক্যারিয়ারের ২৯তম টেস্টে এসে। সমান টেস্টে অষ্টমবার পাঁচ উইকেট নিয়েছিলেন কপিল দেবও।
কপিলের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্ত। এদিন তিনি ২৮ বলে অর্ধশতরান পূর্ণ করেন। বলের নিরিখে টেস্টে ভারতীয়দের মধ্যে এটি দ্রুততম টেস্ট অর্ধশতরান। এর আগে ১৯৮২ সালে করাচি টেস্টে কপিল ৩০ বলে হাফসেঞ্চুরি করেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে। পন্ত ৩১ বলে ৫০ রান করে আউট হন।