বৃষ্টিতে ভেসে গেল প্রথম দিনের প্রস্তুতি ম্যাচ
সাভার বিকেএসপিতে আজ মঙ্গলবার শুরু হয় দুই দিনের প্রস্তুতি ম্যাচ। সফরকারী শ্রীলঙ্কা দল ও বাংলাদেশ ‘এ’ দল এই ম্যাচে লড়াইয়ে নামে। কিন্তু দিনটা ভালোভাবে কাটেনি। বৃষ্টিতে ভেসে গেছে।
দিনে মাত্র ৮.৩ ওভার খেলা হয়। প্রবল বৃষ্টির কারণে ২টা ২৫ মিনিটে প্রথম দিনের খেলার সমাপ্তি ঘোষণা হয়।
বিকেএসপির তিন নম্বর মাঠে খেলা হচ্ছিল। ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা দল। ৪০মিনিট খেলা হওয়ার পর বৃষ্টি হানা দেয়। খেলা বন্ধ হওয়ার আগে এক উইকেট হারিয়ে ১৪ রান করেছিল লঙ্কান দলটি। শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নেকে সাজঘরে ফেরত পাঠান বাংলাদেশি বোলার মুকিদুল ইসলাম।
বিসিবি একাদশ : মোহাম্মদ মিঠুন, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, শাহাদাত হোসেন, জাকির হাসান, মোহাম্মদ সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হাসান, মোহাম্মদ এনামুল হক, মাশফিক হাসান, রিপন মন্ডল, মুকিদুল ইসলাম মুগ্ধ, অমিত হাসান ও আবু জায়েদ রাহি।