বৃষ্টির বাগড়ায় শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি শুরু
বৃষ্টি, ঘূর্ণিঝড় শঙ্কার মধ্যেই চট্টগ্রামে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রস্তুতি শুরু হয়েছে। প্রথম দিনের অনুশীলনে অনুপস্থিত ছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ব্যস্ত ছিলেন তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা।
অবশ্য চট্টগ্রামে বাংলাদেশ দলের অনুশীলনেও পড়েছে বৈরী আবহাওয়ার প্রভাব। বৃষ্টি বাধায় প্রস্তুতিটাও ভালোভাবে সারতে পারেননি খেলোয়াড়রা।
চট্টগ্রামের মতো ঢাকায়ও মেঘলা আবহাওয়া মধ্যেও প্রস্তুতিতে ঝলমলে লঙ্কানরা। ব্যাটিং-বোলিংয়ের সঙ্গে ফিল্ডিংয়ে বাড়তি গুরুত্ব অতিথিদের। চেনা কন্ডিশনের ধারণা দিয়ে ম্যাথিউস-মেন্ডিসদের পারফরম্যান্সে উন্নতি আনতে চান কোচিং প্যানেলে নবনিযুক্ত নাভিদ নেওয়াজ।
এ সম্পর্কে লঙ্কান এই কোচ বলেন, ‘কন্ডিশন সম্পর্কে ছেলেদের ধারণা দিয়েছি। সিরিজটা চ্যালেঞ্জিং হবে। অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে গড়া আমাদের দল। আশা করি ভালো করবে ছেলেরা।’
মিরপুরের উইকেট নিয়ে সমালোচনার শেষ নেই। স্লো-লো উইকেটে ব্যাটারদের সংগ্রাম দৃষ্টি এড়ায়নি বিসিবির। পরিকল্পনা, শ্রীলঙ্কা সিরিজের পর মিরপুরে আরও চারটি প্র্যাকটিস উইকেট বানাতে চায় ক্রিকেট বোর্ড।