বেঙ্গালুরুর বিপক্ষে খরুচে মুস্তাফিজ
এবারের আইপিএলে দিল্লির হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমে দারুণ সাফল্য পায়েছিলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। এর পর আরও চার ম্যাচ খেলেছেন তিনি, বল হাতে মিতব্যয়ী হলেও কোনো উইকেট নিতে পারেননি। আজ শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে একেবারেই ব্যর্থ হয়েছেন কাটার-মাস্টার।
বেঙ্গালুরুর বিপক্ষে চার ওভার বল করে মুস্তাফিজ খরচ করেছেন ৪৮ রান। প্রথম দুই ওভারে তিনি দিয়েছেন মাত্র ১৫ রান। বাকি দুই ওভারে ছিলেন খুবই খরুচে, দেন ৩৩ রান। তাই বেঙ্গালুরুও বড় সংগ্রহ গড়ে, নির্ধারিত ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৮৯ রান গড়ে।
ম্যাচে টস হেরে আগে ব্যাট করে শুরুটা ভালো হয়নি বেঙ্গালুরুর। দলীয় ১৩ রানে দুই উইকেট হারিয়ে বসে তারা। সে তারাই কি না শেষ পর্যন্ত বড় সংগ্রহ গড়ে।
শুরুতেই অনুজ রাওয়াতকে হারায় বেঙ্গালুরু। শার্দুল ঠাকুরের বলে লেগ সাইডে খেলার চেষ্টা করলে বলের লাইন মিস করে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েছেন বাঁহাতি এই ব্যাটার। ইনিংস বড় করতে পারেননি ফাফ ডু প্লেসিও।
ম্যাক্সওয়েল ৩৪ বলে ৫৫ রানের ইনিংস খেলে দলকে বড় সংগ্রহের পথ দেখান। আর কার্তিক ৩৪ বলে ৬৬ রানের একটি ঝলমলে ইনিংস খেলন। শাহবাজ অপরাজিত ছিলেন ৩২ রানে।