বেনজেমার হ্যাটট্রিকে বার্সাকে হারিয়ে ফাইনালে রিয়াল
রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার খেলা মানেই বাড়তি উত্তেজনা। পুরো ফুটবল বিশ্বের নজর থাকে তাদের দিকেই। মৌসুমের পঞ্চম এল ক্লাসিকো, ফুটবল প্রেমীদের জন্য এর চেয়ে বড় পাওয়া আর কী হতে পারে। শেষ তিন এল ক্লাসিকোর প্রতিটিতে জিতেছে বার্সা। ম্যাচটি তাই রিয়ালের জন্য প্রতিশোধ এবং মর্যাদা রক্ষারও ছিল। যেখানে লেটার মার্ক পেয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
এল ক্লাসিকোতে গতকাল বুধবার (৫ এপ্রিল) দিনগত রাতে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে রিয়ালকে আতিথ্য দেয় বার্সেলোনা। কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সেলোনা জিতেছিল ১-০ গোলে। তাই দ্বিতীয় লেগে ড্র করলেই ফাইনালের টিকিট পেয়ে যেত জাভি হার্নান্দেজের দল। আর রিয়ালকে জিততে হতো অন্তত ২-০ গোলে। কাজটা কঠিন হলেও দ্বিতীয় লেগে ৪-০ গোলের দুর্দান্ত জয় দিয়ে ফাইনাল নিশ্চিতের পাশাপাশি মধুর প্রতিশোধ নিলো বেনজেমা -ভিনিসিয়াসরা।
ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল বার্সেলোনার। রাফিনিয়ার ক্রস থেকে লেভানদোভস্কির শট বারের বাইরে দিয়ে চলে গেলে গোলবঞ্চিত হয় বার্সেলোনা। বার্সার মত শুরুতেই ভালো সুযোগ পেয়েছিল রিয়ালও। ম্যাচের দশম মিনিটে রদ্রিগোর বাড়ানো বল খুঁজে নেয় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রকে। তার জোড়ালো শট বার্সা রক্ষণভাগ ঠেকিয়ে দেয়। শুরুতে কিছুটা অগোছালো খেললেও সময়ের সাথে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লস ব্লাঙ্কোসরা। ম্যাচের ২৫ তম মিনিটে বাকবিতণ্ডায় জড়ান গাবি-ভিনিসিয়াস। যার ফলে দুইজনকেই হলুদ কার্ড দেখান রেফারি। ম্যাচের ৩০ তম মিনিটে টনি ক্রুসের অ্যাসিস্টে ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমার ডান পায়ের শট প্রতিহত হলে হতাশ হতে হয় রিয়ালকে। খেলার শুরু থেকে বল পজিশনে এগিয়ে থাকলেও জোরালো আক্রমণ করার ক্ষেত্রে পিছিয়ে ছিল বার্সেলোনা। অন্যদিকে একের পর এক আক্রমণে বার্সা রক্ষণভাগকে ব্যস্ত রাখে রিয়াল। যার ফল পেতেও খুব বেশি সময় লাগেনি। প্রথমার্ধের যোগ করা সময়ে এগিয়ে যায় স্বাগতিকরা। বেনজেমার সঙ্গে বল আদান-প্রদান করে ভিনিসিয়াসের শট বার্সেলোনা ডিফেন্ডার জুল কুন্দে আটকানোর চেষ্টা করলেও তা গোললাইন অতিক্রম করে। যার ফলে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় স্প্যানিশ জায়ান্টরা।
কিন্তু প্রথমার্ধের রিয়াল যে দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর হয়ে উঠবে তা হয়তো বুঝতে পারেনি বার্সেলোনা। ম্যাচের ৫০ তম মিনিটে দলকে এগিয়ে নেন বেনজেমা। ২ গোল হজমের পর ম্যাচের ৫৬তম মিনিটে বড় ভুল করে বসে ক্যাসি। ডি বক্সের মধ্যে ভিনিসিয়াস ফাউল করলে পেনাল্টি পেয়ে যায় রিয়াল। ব্যবধান ৩-০ করতে ভুল করেননি বেনজেমা।
তবে তিন গোল দিয়েও যেন গোলের ক্ষুধা মিটছিল না রিয়ালের। ম্যাচের ৮০ তম মিনিটে চতুর্থ গোলের দেখা পায় রিয়াল। কাউন্টার অ্যাটাকে নিজের হ্যাটট্রিক পূরণ করার পাশাপাশি দলের জয় নিশ্চিত করেন বেনজেমা। তার এই গোলে দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল।
এরপর ম্যাচের বাকি সময়ে গোলের জন্য মরিয়া হয়ে উঠলেও সাফল্যের দেখা পায়নি বার্সা। যার ফলে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের ব্যবধান নিয়ে কোপা দেল রে'র ফাইনালে রিয়াল মাদ্রিদ।
আগামী ৬ মে ফাইনালে আনচেলত্তির দল খেলবে ওসাসুনার বিপক্ষে। শেষ চারে দুই লেগ মিলিয়ে অ্যাথলেটিক বিলবাওকে ২-১ গোলে হারিয়ে ২০০৫ সালের পর প্রতিযোগিতাটির ফাইনালে উঠেছে ওসাসুনা। জানুয়ারিতে সুপার কাপ জেতা বার্সা লা লিগায় মাদ্রিদকে ১২ পয়েন্ট পেছনে রেখে শীর্ষে আছে। অন্যদিকে কোপা দেল রে'র শিরোপা জেতার হাতছানি রিয়ালের সামনে।