বোলিং দাপটে পাকিস্তানকে অল্পতে থামাল ভারত
বড় ম্যাচের চাপ সামলে পাকিস্তানের হাল ধরতে পারেননি অধিনায়ক বাবর আজম। নিজেদের মেলে ধরতে পারেননি ফখর জামান-আসিফ আলিরাও। বরং দাপুটে বোলিংয়ে পাকিস্তানের রানের গতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি তাদের অল্পতেই থামিয়ে দিয়েছে রোহিত শর্মার ভারত।
আজ রোববার এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৯.৫ ওভারে ১০ উইকেটে স্কোরবোর্ডে ১৪৭ রান তুলেছে পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেছেন মোহাম্মদ রিজওয়ান।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। আগে ব্যাট করতে নেমে সাবধানী শুরুর আভাস দিয়েও শুরুতেই বাবর আজমকে হারিয়ে ফেলে পাকিস্তান।
ইনিংসের তৃতীয় ওভারেই সাজঘরে ফেরেন পাকিস্তান অধিনায়ক। ভুবনেশ্বর কুমারের করা তৃতীয় ওভারের চতুর্থ বল মোকাবিলা করতে গিয়ে শর্ট ফাইন লেগে অর্শ্বদীপ সিং-এর হাতে ক্যাচ তুলে দেন অধিনায়ক। ৯ বল খেলে ২ চারে ১০ রান করে ফিরে যান বাবর।
এরপর ব্যাট করতে নামা ফখর জামানকে টিকতে দেননি আবেশ খান। দলীয় ৪২ রানে উইকেটের পেছনে দিনেশ কার্তিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ২ বাউন্ডারিতে ৬ বলে ১০ করেন ফখর জামান।
জোড়া ধাক্কা খাওয়ার পর জুটি বাঁধেন রিজওয়ান ও ইফতেখার। কিন্তু এই জুটি জমে ওঠার আগেই ভেঙে দেন হার্দিক পান্ডিয়া। ১৩তম ওভারে ইফতেখার আহমেদের প্রতিরোধ ভেঙে পাকিস্তানকে চাপে ফেলে দেন পান্ডিয়া। ৪৫ রানে ভাঙে পাকিস্তানের তৃতীয় জুটি, ইফতেখার ফেরেন ২২ বলে ২৮ রান করে।
উইকেটে থিতু হয়ে যাওয়া রিজওয়ানকেও বিদায় করেন পান্ডিয়া। ভারতীয় অলরাউন্ডারের শর্ট বলে থার্ডম্যানে ক্যাচ দিয়ে ফেরেন রিজওয়ান। ৪২ বলে ৪৩ রান করে ফেরেন রিজওয়ান। একই ওভারে খশদিলকেও নিজের শিকার বানান পান্ডিয়া। পরপর ৩ উইকেট তুলে নিয়ে ভারতকে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেন তিনি। দ্রুত উইকেট হারানোর মিছিলে বেশিদূর যেতে পারেনি পাকিস্তান। শেষ পর্যন্ত ১৪৭ রানে থেমে যায় বাবর আজমের দল।
ভারতের হয়ে বল হাতে ২৬ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার। ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন হার্দিক পান্ডিয়া। দুটি উইকেট নিয়েছেন অর্শ্বদীপ সিং। আর একটি করে নিয়েছেন আবেশ খান।