‘ব্যক্তিগত অর্জন নয়, স্বপ্ন পূরণ করতে এসেছি’
আর্জেন্টিনাকে আরেকটি দারুণ জয় উপহার দিলেন লিওনেল মেসি। নিজে গোল করেছেন, সতীর্থদের দিয়ে করিয়েছেন দুই গোল। মেসির জাদুদে কোপা আমেরিকার সেমিফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা।
চলতি কোপায় বেশ ছন্দে আছেন মেসি। এখন পর্যন্ত ১০ গোল করা আর্জেন্টিনার আটটিতেই জড়িয়ে আছে তাঁর নাম। তবুও ব্যক্তিগত অর্জন নিয়ে ভাবতে নারাজ রেকর্ড ছয়বারের বর্ষসেরা এই ফুটবলার। শিরোপার স্বপ্নে বিভোর থাকা মেসি পূরণ করতে চান সবার প্রত্যাশা।
আজ ইকুয়েডরকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা। ফ্রি কিক থেকে অসাধারণ গোল করেছেন লিওনেল মেসি। এ ছাড়াও অ্যাসিস্ট করে রদ্রিগো ডি পল ও মার্টিনেজকে দিয়ে গোল করিয়েছেন।
দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচ সেরার পুরস্কার উঠেছে মেসির হাতে। পুরস্কার নিয়ে মেসি বলেন, ‘আমি এখানে ব্যক্তিগত অর্জন পূরণ করতে আসেনি। এখানে এসেছি সবার স্বপ্ন পূরণ করতে।’
আর্জেন্টাইন তারকা আরও বলেন, ‘আমি সবসময়ই বলি, ব্যক্তিগত অর্জন পরে। আমরা এখানে অন্যকিছুর জন্য এসেছি। আমি পুরো দলকে অভিনন্দন জানাতে চাই, তারা যে পরিমাণ পরিশ্রম করে চলেছে। অনেকদিন ধরে আমরা আমাদের পরিবার থেকে দূরে। আমাদের একটা লক্ষ্য আছে এবং সেটার ব্যাপারেই চিন্তা করি।’
মেসির পারফরম্যান্সে মুগ্ধ তাঁর সতীর্থরাও। গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী নিকো গনজালেজ বলেন, ‘সে (মেসি) আমাদের দিন দিন অবাক করে যাচ্ছে। সে আরো শক্তিশালী হচ্ছে। যা আমাদের জন্য বড় দিক। সে আমাদের আত্মবিশ্বাস দিচ্ছে।’
লাউতারো মার্টিনেজ বলেন, ‘আমরা সবাই মেসির নেতৃত্ব অনুসরণ করি। আজকে আমরা আবারো দেখেছি কীভাবে সে ব্যবধান গড়ে দিয়েছে।’