ব্যাটিং নিয়ে সমস্যা দেখছেন না বাংলাদেশ কোচ!
শুরুতে উইকেট থেকে ব্যাটসম্যানরা কিছুটা সুবিধা পেয়েছিল। তাই সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে সফরকারী নিউজিল্যান্ড একটা মাঝারি সংগ্রহ গড়ে। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উইকেট কিছুটা মন্থর হয়ে পড়ে। তাই বাংলাদেশ পারেনি ১২৯ রান টপকাতে। শুধু তাই নয়, স্বাগতিক ক্রিকেটারদের আউট হওয়ার ধরনও ছিল দৃষ্টিকটু। তারপরও ব্যাটিং নিয়ে কোনো সমস্যা দেখছেন না বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো।
বাংলাদেশ কোচ বলেন, ‘আমার মনে হয় না, ব্যাটিংয়ের ধরনে কোনো সমস্যা ছিল। আমরা চেয়েছি রান রেটে এগিয়ে থাকতে, কারণ রান রেটে পেছনে পড়লে পরে পুষিয়ে নেওয়া কঠিন। আমরা তাই চেয়েছি ভালোভাবে শুরু করতে। দুর্ভাগ্যজনকভাবে আমরা শুরুতে কয়েকটি উইকেট হারিয়েছি, পরে ঝাঁক ধরে উইকেট পড়েছে। নতুন ব্যাটসম্যানের জন্য এখানে গিয়েই শট খেলা কঠিন। সেটাই ছিল সমস্যা।’
ডমিঙ্গো আরও বলেন, ‘আমরা ভালো শুরু পেয়েছি, ২ ওভারে ২০ রান ছিল (৩ ওভারে ২৪)। এরপর চতুর্থ ও পঞ্চম ওভারে চার-পাঁচ উইকেট হারানোর কারণে আমাদের অনেক পেছনে ঠেলে দিয়েছে।’
অবশ্য এই ম্যাচে বাংলাদেশের বোলাররা তাঁদের কাজ ভালোভাবে সামলেছেন। মাত্র ১২৮ রানে আটকে রেখেছেন নিউজিল্যান্ডকে। কিন্তু ব্যাট হাতে দায়িত্ব নিতে ব্যর্থ লিটন-নাঈমরা। মাত্র ৭৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। এটি টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বনিন্ম স্কোর। ম্যাচটিতে ৫২ রানের বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।
গতকালের ম্যাচটি জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যেতো বাংলাদেশের। কিন্তু কিউইদের জয়ে অপেক্ষা বাড়ল স্বাগতিকদের। অবশ্য এই ম্যাচে হারলেও সিরিজ জয়ের আশা ছাড়ছেন না বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। পরের ম্যাচে আরও ভালোভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিততে চান তিনি।
এ ব্যাপারে মাহমুদউল্লাহ বলেন, ‘বোলাররা তাদের কাজটা ভালোভাবে সামলেছেন। ১৩০ (১২৮)-এর মধ্যে আটকে রেখেছে প্রতিপক্ষকে। ব্যাটিংয়ে আমরা শুরুটা ভালো করেছিলাম, কিন্তু দ্রুত কয়েক উইকেট হারিয়ে ফেলায় পরে আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি। আশা করি ভালোভাবে ফিরতে পারব। আমাদের ইতিবাচক দিকগুলো খুঁজে বের করতে হবে, আর ঘাটতি নিয়ে কাজ করতে হবে। এখনও আমরা এগিয়ে আছি। আরও দুটি ম্যাচ বাকি আছে। তাই সিরিজ জয়ের চেষ্টা করব।’