ব্রাজিলের ড্রয়ের দিনে আর্জেন্টিনার দুর্দান্ত জয়
প্যারাগুয়ের মাঠে আধিপত্য দেখিয়েও জালের দেখা পায়নি আর্জেন্টিনা। তবে উরুগুয়ের বিপক্ষে আর কোনো ভুল নয়। গুনে গুনে তিন গোল দিয়ে শক্ত প্রতিপক্ষ উরুগুয়েকে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা।
আজ সোমবার বুয়েনস আইরেসে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে উরুগুয়েকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দিনের অন্য ম্যাচে কলম্বিয়ার বারাংকিইয়ায় গোলশূন্য ড্র করেছে ব্রাজিল।
আর্জেন্টিনার জয়ের ম্যাচে দলের হয়ে প্রথম গোলটি করনে লিওনেল মেসি। এরপর ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো দে পল। আর দ্বিতীয়ার্ধে জালের দেখা পান লাউতারো মার্টিনেজ।
২০১২ সালের পর এই প্রথম উরুগুয়ের জালে তিনবার বল পাঠাতে পারল আর্জেন্টিনা।
এদিন ম্যাচের ৬২ শতাংশ সময় বল দখলে রেখে আর্জেন্টিনা ২৩টি শট নেয়। এর মধ্যে ১০টি ছিল অনটার্গেট শট। তাতে গোল আসে তিনটিতে। বিপরীতে ১০ শট নিয়ে উরুগুয়ের ছয়টি ছিল অনটার্গেট।
অবশ্য উরুগুয়ের দুটি আক্রমণে গোল খেয়ে যেতে পারত আর্জেন্টিনা। কিন্তু কোনো অঘটন হয়নি। দারুণ দুটি সেভে আর্জেন্টিনাকে রক্ষা করেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ফলে জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এ নিয়ে ১০ ম্যাচে ছয় জয় ও চার ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে ২ নম্বরে রয়েছে আর্জেন্টিনা।
দিনের আরেক ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ব্রাজিল। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ২৮। টেবিলের ১ নম্বরে আছে নেইমাররা। ১৬ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে আছে ইকুয়েডর। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে ৪ নম্বরে আছে উরুগুয়ে।