ব্রাজিলের সংবাদ সম্মেলনে ঢুকে পড়ল বিড়াল
সহজ জয়ে শেষ আটের টিকেট নিশ্চিত করেছে ব্রাজিল। এবার সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের মিশন সেমিফাইনালে ওঠা। মূল লড়াইয়ের আগে সংবাদ সম্মেলনে হাজির হয়েছেন দলের তরুণ তারকা ভিনিসিউস জুনিয়র। কিন্তু তাঁর সংবাদ সম্মেলনেই হুট করে বিড়াল ঢুকে বসল। ব্রাজিলের ফুটবলার এবং পুরো মিডিয়া রুমকে চমকে দিয়ে টেবিলে উঠে পড়ল বিড়ালটি।
চমকে গিয়ে হেসে উঠলেন ভিনিসিউস। হাসির জোয়ার উঠল পুরো সংবাদ সম্মেলনে। তবে বেশিক্ষণ থাকল না এর রেশ। কিছুক্ষণের মধ্যেই বিড়ালকে ছুড়ে টেবিল থেকে ফেলে দেওয়া হলো। যে ছুড়ে ফেলা নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক।
ভিনির পাশেই বসেছিলেন ব্রাজিলের মিডিয়া ম্যানেজার। বিড়ালটি টেবিলে উঠে বসার কয়েক সেকেন্ডের মধ্যে তিনি উঠে দাঁড়িয়ে ছুড়ে মাটিতে ফেলে দেন। উপস্থিত সাংবাদিকরা সেই আচরণ দেখে অবাক হন। সংবাদমাধ্যমগুলো বলছে, বিড়ালের প্রতি তাঁর আচরণ সমালোচিত হয়েছে।
ব্রাজিলের সাংবাদিক বৈঠকে কীভাবে সেই বিড়ালটি ঢুকল তা নিয়ে সবাই অবাক। কারণ, মিডিয়া সেন্টারে নিশ্চিদ্র নিরাপত্তা থাকে। তাই ব্যাপারটা অবাক করেছেন অনেককে। তবে তারচেয়ে বেশি অবাক করেছে বিড়ালকে এভাবে ছুড়ে ফেলা দেখে!