বড় সংগ্রহ গড়তে পারল না বাংলাদেশ
সিরিজ জয়ের মিশনে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলো না বাংলাদেশের। স্কোরবোর্ডে ৪৫ রান তুলতেই দ্রুত ৪ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ। প্রথম ম্যাচের মতো এদিনও ওপেন করেছেন দুই তরুণ মুনিম শাহরিয়ার ও মোহাম্মদ নাঈম। কিন্তু জুটি বড় হলো না। দ্বিতীয় ওভারেই ক্যাচ তুলে দিয়ে ফেরেছেন মুনিম। ক্যারিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা মুনিম ১০ বলে করেছেন ৪ রান।
একটি ছক্কা মেরে ভালো কিছুর আভাস দিলেও বেশিক্ষণ টিকলেন লিটন দাস। এরপর নবম ওভারে বিদায় নিলেন মোহাম্মদ নাঈম। রিভিউ নিয়ে জীবন পেয়েও ইনিংস লম্বা করতে পারলেন না তিনি। ফিরলেন ১৩ রানে। নাঈম ফেরার কিছুক্ষণ ফিরেছেন সাকিব আল হাসান। পরে মুশফিক ও মাহমুদউল্লাহ কিছুটা প্রতিরোধ গড়েন। পরে মাহমুদউল্লাহ ২১ রান করে আউট হলেও মুশফিকের দৃঢ়তায় এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ। কিন্তু সাবেক এই অধিনায়ক নিজের মাইলফলকের ম্যাচে ৩০ রান করে সাজঘরে ফিরেন। তাই আবার চাপে পড়ে যায় দল। অন্যরা ছিলেন আসা-যাওয়ায়। তাই বাংলাদেশের ইনিংস থেমেছে মাত্র ১১৫ রানে।
অবশ্য সিরিজের শুরুটা হয়েছে স্বপ্নের মতো। ব্যাটে-বলের দাপটে আফগানিস্তানকে স্রেফ উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এবার সিরিজ জয়ের মিশনে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আফগানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এই ম্যাচেও আছে মাঠ ভর্তি দর্শক। ম্যাচ শুরুর আগে সদ্য প্রয়াত হওয়া দুই অস্ট্রিলিয়ান কিংবন্তি শেন ওয়ার্ন ও রর্ড মার্শকে স্মরণ করেছে বাংলাদেশ ও আফগানিস্তানের ক্রিকেটাররা।
এর আগে প্রথম টি-টোয়েন্টিতে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে মাহমুদউল্লাহর দল। প্রথম ম্যাচে নাসুমের দাপুটে বোলিংয়ে ৬১ রানের জয় পেয়েছিল লাল-সবুজের দল।
এই ম্যাচের একাদশে এক পরিবর্তন এনেছে বাংলাদেশ। চোট কাটিয়ে একাদশে ফিরেছেন মুশফিকুর রহিম। এই ম্যাচে খেলার মাধ্যমে দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ ম্যাচ খেলার অনন্য কীর্তি গড়েছেন তিনি। এই ফরম্যাটে মুশফিকের থেকে বেশি ম্যাচ খেলেছেন কেবল মাহমুদউল্লাহ।
মুশফিক ফেরায় বাদ পড়েছেন ইয়াসির আলী রাব্বি। গত ম্যাচেই অভিষেক হয়েছিল তাঁর। এক ম্যাচ খেলার পরে ছিটকে গেলেন তিনি। অথচ টানা ব্যর্থতার পরও একাদশে টিকে গেছেন মোহাম্মদ নাঈম। এ ছাড়া দলে আর কোনো পরিবর্তন আনেনি লাল-সবুজের দল।
আগের ম্যাচের মতো দুই পেসার মুস্তাফিজ ও শরিফুলকে নিয়ে সাজানো হয়েছে বোলিং আক্রমণ। স্পিনে সাকিব আল হাসানের সঙ্গে আছেন আগের ম্যাচের জয়ের নায়ক নাসুম আহমেদ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ২০ ওভারে ১১৫/৯ (মুনিম ৪, লিটন ১৩, নাঈম ১৩, সাকিব ৯, মুশফিক ৩০, মাহমুদউল্লাহ ২১, আফিফ ৭, মেহেদী ০, নাসুম ৫, শরিফুল ০, মুস্তাফিজ ৬; রশিদ ৪-০-৩০-১, ফারুকি ৪-০-১৮-৩, নবী ৪-০-১৪-১, আজমতউল্লাহ ৪-০-২২-৩, জান্নাত ২-০-১৭-০, আশরাফ ২-০-১০-০)।