বয়সের তুলনায় অনেক পরিণত হাসান : তামিম
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচ যারা দেখেছেন, তারা সবাই হয়তো একবাক্যে বলবেন শেষ ওভারে হাসান মাহমুদের অবিশ্বাস্য বোলিংয়ে জিতেছে বাংলাদেশ। জয়ের জন্য ৬ বলে আইরিশদের দরকার ১০ রান। দলকে জেতাতে ইয়র্কার, স্লোয়ারসহ নিজের সব অস্ত্র ব্যবহার করেছেন হাসান। তুলে নিয়েছেন ৫ রানের নাটকীয় জয়। আর এত কম বয়সেও এত পরিণত হাসানকে দেখে মুগ্ধ অধিনায়ক তামিম ইকবাল।
তৃতীয় ম্যাচে ৪৪ রানে ২ উইকেট নেন হাসান। এই সিরিজে আগের দুই ম্যাচে নিয়েছিলেন ৩ উইকেট। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ৩২ রানে নিয়েছিলেন ৫ উইকেট। ১১ ওয়ানডের ছোট ক্যারিয়ারে ১৮ উইকেট নিয়ে নিজেকে সেরাদের কাতারে নিয়ে যাওয়ার ইঙ্গিত ২৩ বছর বয়সী এই তরুণ ক্রিকেটারের।
গতকাল রোববার (১৪ মে) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হাসান প্রসঙ্গে তামিম বলেন, ‘সে এখন যেভাবে বল করছে, তা বিশ্বমানের। বিশেষ করে নতুন বলে সে অসাধারণ। বয়স খুব কম হলেও ডেথ ওভারে সে দারুণ পরিণত। চাপের মধ্যে সে দারুণ ধীর-স্থির থাকতে পারে। তার জন্য এটি বড় শেখার মঞ্চ ছিল। অনুশীলনে কেউ হাজারটা বল করতে পারে। কিন্তু ম্যাচে এই ধরনের চাপের মধ্যে কাজটা করতে পারা দারুন। এখান থেকে সে অনেক কিছু শিখবে।’
সাম্প্রতিক সিরিজগুলোতে তাসকিন আহমেদের পাশাপাশি হাসানের বোলিং বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সামনেই ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ। সেই পর্যন্ত যদি হাসান মাহমুদ তার এমন ধারাবাহিকতা ধরে রাখতে পারে, তাহলে ভালো কিছুর প্রত্যাশা করতেই পারে বাংলাদেশ।