ভারতীয় দর্শকদের মুখ বন্ধ করে খুশি ইংলিশ ক্রিকেটার
ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে শতক হাঁকালেন ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক। তবে সেই রান যেন ভারতীয় সমর্থকদের জন্য কড়া জবাব। কারণ কদিন আগেও ব্রুকের সামর্থ্য নিয়ে সমালোচনা করতে ছাড়েননি ভারতীয় সমর্থকরা। আর তাই এবার সুযোগ পেয়ে জবাব দিতে ভুল করলেন না ব্রুক।
গতকাল শুক্রবার (১৪ এপ্রিল) কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ইডেন গার্ডেনে ৫৫ বলে শতরানের ইনিংস খেলেছেন ব্রুক। মূলত তার এমন দুর্দান্ত ইনিংসে ভর করেই ২২৮ রানের বড় সংগ্রহ দাঁড় করায় সানরাইজার্স হায়দরাবাদ।
আর শতরানের ইনিংস খেলার পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে ব্রুক বলেন, ‘এমন ইনিংস খেলাটা স্বস্তির। কারণ গত কয়েকদিন ধরে আমাকে নিয়ে না কি অনেক সমালোচনা করেছে ভারতীয় সমর্থকরা। তবে ভালো লাগছে যে, তাদের মুখ বন্ধ করতে পেরেছি। তাদের অনেকেই আমাকে নিয়ে এখন ভালো কথা বলবে ‘
নিজের প্রথম আইপিএলে শুরুর তিন ম্যাচে দলে সুযোগ পেলেও নামের প্রতি সুবিচার করতে পারেননি ব্রুক। প্রথম তিন ম্যাচে ১৩, ৩ ও ১৩ রান করেন এই ব্যাটার। নিলামে ১৩ কোটি ২৫ লক্ষ রুপি দিয়ে ব্রুককে কেনে হায়দরাবাদ। কেন তাকে এত টাকা দিয়ে কেনা হয়েছিল, তাই ভালোভাবে বুঝিয়ে দিল ২০১৬ সালের আইপিএলজয়ীরা। ব্রুকের সেঞ্চুরিতে টানা দ্বিতীয় জয় পেল হায়দরাবাদ। ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ নম্বরে আছে মার্করামের দল।