ভারতের জয় নিয়ে ইনজামামের প্রশ্ন
আগামীকাল বৃহস্পতিবার শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট। এই ম্যাচের আগে সিরিজের তৃতীয় টেস্টে ভারতের জয় নিয়ে প্রশ্ন তুললেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক।
ক্রিকটেকারের খবরে জানা গেছে, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে ভারতের জয় নিয়ে শুধু প্রশ্ন তোলেননি ইনজামাম, আইসিসির তদন্ত করার উচিত বলেও মনে করেন তিনি।
এ ব্যাপারে ইনজামাম বলেন, ‘মাত্র ১২ ঘণ্টায় একটি টেস্ট কিভাবে শেষ হয়। এটি টেস্ট ক্রিকেটের জন্য হতাশার। আইসিসির এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত।’
ভারত ও ইংল্যান্ডের স্পিনাররা সিরিজের তৃতীয় টেস্টে রাজত্ব করেন। ম্যাচে পতন হওয়া ৩০টি উইকেটের মধ্যে ২৮টিই নিয়েছেন দুদলের স্পিনাররা। ইংল্যান্ডের চেয়ে ভারতের স্পিনাররা বেশি ঝলক দেখিয়েছেন।
ভারতের তিন স্পিনার অক্ষর প্যাটেল ১১টি, রবিচন্দ্রন অশ্বিন সাতটি, ওয়াশিংটন সুন্দর ও ইশান্ত শর্মা নেন একটি করে উইকেট। ইংল্যান্ডের অধিনায়ক রুট পাঁচটি, জ্যাক লিচ চারটি ও জফরা আর্চার একটি উইকেট নেন।
একদিনে ১৭ উইকেট পতন নিয়ে ইনজামাম বলেন, ‘একদিনে ১৭ উইকেট পড়ে গেল। এটি কিভাবে সম্ভব। ঘরের মাঠে খেলার একটি সুবিধা সবাই নিতে চাইবে। ভারতও সুবিধা নিয়েছে। তবে এই ধরনের উইকেট তৈরির কোনো যুক্তি নেই।’
তৃতীয় টেস্টে দুই ইনিংসে ইংল্যান্ডের রান ছিল যথাক্রমে ১১২ ও ৮১। আর প্রথম ইনিংসে ১৪৫ রান করেছিল ভারত। ফলে ৪৯ রানের জয়ের লক্ষ্যে ১০ উইকেটে ম্যাচ জিতে চার ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে এগিয়ে যায় কোহলির দল।
এ ব্যাপারে ইনজামাম বলেন, ‘আমার মনে পড়ছে না শেষ কবে দুদিনে টেস্ট ম্যাচ শেষ হয়েছিল। ভারত কি, ভালো খেলে জিতল, নাকি এই উইকেট ভারতকে জিতিয়ে দিল? এই ধরনের উইকেটে টেস্ট ম্যাচ হওয়া উচিত কি না, এমন প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। সম্প্রতি ভারত ভালো খেলছে। অস্ট্রেলিয়াতেও দারুণ এক সিরিজ শেষ করেছে ভারত। তবে এমন উইকেট তৈরি করলে টেস্ট ক্রিকেটের উন্নতি সম্ভব নয়।’