ভারত-পাকিস্তানের বিপক্ষে জিতলে অঘটন হবে : সাকিব
চলমান বিশ্বকাপের পয়েন্ট টেবিলের বিচারে এই মুহূর্তে বাংলাদেশ-ভারত একই কাতারে। পাকিস্তানের অবস্থান আরও নিচে। এই দুটি প্রতিপক্ষকে হারাতে পারলেই বাংলাদেশ সেমিফাইনালে ওঠার ইতিহাস গড়বে।
ম্যাচের বিচারে স্রেফ দুটি হলেও বাস্তবতা খুব কঠিন। কারণ প্রতিপক্ষ হিসেবে ভারত-পাকিস্তান দুদলই বাংলাদেশের চেয়ে এগিয়ে। তাই নিজেদের অবস্থান অকপটে স্বীকার করলেন সাকিব আল হাসান। বাংলাদেশ অধিনায়ক স্পষ্ট জানিয়ে দিলেন, ভারত-পাকিস্তানের বিপক্ষে ভালো খেলা তাঁদের মূল লক্ষ্য। যদি দুদলের একটির বিপক্ষেও জেতা যায় তাহলে সেটা হবে অঘটন।
এখন পর্যন্ত ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে বাংলাদেশ। সমান তিন ম্যাচে ভারতের পয়েন্টও ৪। দুদলেই সেমিতে যাওয়ার সমান সুযোগ। এমন সমীকরণ নিয়ে আগামীকাল বুধবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
মূল লড়ায়ে নামার আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক সাকিব বললেন, ‘আমাদের পরবর্তী লক্ষ্য হলো, বাকি দুই ম্যাচ খুব ভালোভাবে খেলা। দুই ম্যাচের কোনটিও যদি জিততে পারি, অঘটন হিসেবে গণ্য হবে। সেই আপসেটটা করতে পারলে আমরা খুশি হব। না করতে পারলে বেশি কিছু বলার নেই।’
এ বারের বিশ্বকাপে অঘটনটাই বেশি হয়েছে। বিশ্বকাপের শুরু ম্যাচে নামিবিয়ার কাছে শ্রীলঙ্কার হার দিয়েই হয় অঘটন শুরু। ভারত-পাকিস্তানের বিপক্ষে এমন অঘটন ঘটাতে পারলে খুশি হবেন সাকিব, ‘দুই দল কাগজে-কলমে আমাদের চেয়ে অবশ্যই ভালো। তবে আমরা যদি ভালো খেলি, আমাদের যদি দিন থাকে তাহলে কেন পারব না? এই বিশ্বকাপেই আমরা দেখেছি আয়ারল্যান্ড ইংল্যান্ডকে, জিম্বাবুয়ে পাকিস্তানকে হারিয়েছে। ওরকম একটা ফল হলে অবশ্যই আমরা খুশি হব।’
এ ছাড়া ভারতকে বিশ্বকাপের ফেভারিট দল অ্যাখ্যা দেন সাকিব, ‘ভারত এখানে বিশ্বকাপ জিততে এসেছে। আমরা ফেভারিট নই, বিশ্বকাপ জিততে এখানে আসিনি। এখান থেকেই আপনি পরিস্থিতি বুঝতে পারবেন। আমরা ভালো করেই জানি, ভারতের বিপক্ষে জিতলে এটি আপসেট হবে। আমরা চেষ্টা করব সেরা খেলাটি খেলতে এবং আপসেট করতে।’