ভারত-পাকিস্তান মহারণের একাদশে যারা
ক্রিকেট ভক্তদের সব অপেক্ষার অবসান হলো। এশিয়া কাপের সুবাদে অবশেষে ভারত বনাম পাকিস্তানের মধ্যকার লড়াই আবার দেখতে পাচ্ছে ভক্তরা।
এশীয় শ্রেষ্ঠের ১৫তম আসরে আজ মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিতে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছে রোহিত শর্মার ভারত।
এই ম্যাচের একাদশে দিনেশ কার্তিককে রেখেছে ভারত। এ ছাড়াও একাদশে ফিরছেন দীর্ঘদিন মাঠের বাইরে থাকা বিরাট কোহলি। এটি তাঁর ১০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি।
অন্যদিকে পাকিস্তানের জার্সিতে আজ টি-টোয়েন্টি অভিষেক হয়েছে নাসিম শাহর। ১৩টি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলার পর এবার পাকিস্তানের জার্সিতে টি-টোয়েন্টি খেলার সুযোগ পেয়েছেন নাসিম।
এই এশিয়া কাপের মঞ্চে পাকিস্তানের বিপক্ষে হেড টু হেড লড়াইয়ে এগিয়ে ভারত। টুর্নামেন্টে দুই দলের ১৪ বারের দেখায় ভারতের জয় ৮ ম্যাচ, পাকিস্তানের ৫টিতে। একটি ম্যাচ পরিত্যক্ত।
ভারতের একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, যুজবেন্দ্র চাহাল ও অর্শ্বদীপ সিং।
পাকিস্তানের একাদশ : বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদীল শাহ, আসিফ আলী, শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, নাসিম শাহ, হারিস রউফ ও শাহনাওয়াজ ধানি।