ভুলের খেসারত দিল জাপান, প্রথমার্ধে এগিয়ে জার্মানি
খেলার বয়স তখন ৮ মিনিট। জাপানের স্ট্রাইকার দাইজেন মায়েদা বল পাঠালেন জামার্নির গোলে। তাহলে কি আর্জেন্টিনার পরে আরেকটি অঘটন? না, তা আর হয়নি। গোলটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।
আজ বুধবার খলিফা স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় শুরু হয় জাপান-জার্মানির ম্যাচ। প্রথম দিকের ওই অফসাইডের গোলটি বাদে ম্যাচে এক প্রকার রক্ষণাত্মক ভঙ্গিতে এগিয়েছে জাপান। তাতে পুরো প্রথমার্ধ জুড়ে আক্রমণের চেষ্টা চালিয়েছে চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।
৩০ মিনিটে জাপানের গোলরক্ষক সুইশি গন্ধা ডি বক্সের মধ্যে ফাউল করে বসেন। জার্মান ডিফেন্ডার ডেভিড রাউমের পা থেকে বল নিতে গিয়ে ফাউলটি করে বসেন সুইশি। জরিমানা হিসেবে পেনাল্টি দেওয়া হয়। পেনাল্টিতে ইলকায় গুন্ডোগান গোল করে দলকে লিড এনে দেন। প্রথমার্ধের এটিই ছিল একমাত্র গোল।
এশিয়া বনাম ইউরোপের ম্যাচটিতে চোখ রয়েছে সাধারণ বাঙালি ভক্তদেরও। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে চ্যাম্পিয়ন জার্মানির ক্ষুরধার নেই আগের মতো। ২০১৮ সালে টেবিলের তলানিতে থেকেই বিদায় নিতে হয়েছিল জার্মানদের। তবুও নতুন করে জ্বলে উঠতে চেষ্টা চালাচ্ছেন হান্সি ফ্লিকের শিষ্যরা। এদিকে জাপান প্রস্তুত রয়েছে বিগত বিশ্বকাপগুলোর ব্যর্থতা ভুলে নতুন কিছুর অপেক্ষায়। তবে এখন পর্যন্ত জার্মানির সামনে কুপোকাত অবস্থা এশিয়ানদের। শেষ পর্যন্ত জাপান ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটি দেখতে চোখ রাখতে হবে ম্যাচে।