ভুল থেকে শিক্ষা নিয়ে সাফল্য পাওয়ার আশায় নিউজিল্যান্ড
বাংলাদেশে পা রেখেই কন্ডিশন নিয়ে সতর্ক ছিল নিউজিল্যান্ড। মন্থর উইকেটে পরীক্ষা দেওয়ার জন্য বেশ প্রস্তুতিও নিয়েছে তারা। কিন্তু মূল লড়াইয়ে সেই উইকেটই বাধা হয়ে দাঁড়াল কিউইদের সামনে। মন্থর উইকেটে ব্যাটিং ব্যর্থতায় বাজেভাবে হেরেছে সফরকারীরা। তবে ম্যাচ শেষে দলটির অধিনায়ক টম ল্যাথাম জানালেন, এই ভুল থেকেই শিক্ষা নিয়ে ভিন্ন কিছু করতে চায় নিউজিল্যান্ড।
গতকাল বুধবার ম্যাচটিতে ব্যাট করে নেমে ১৬.৫ ওভারে ৬০ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ১৮ রান করেন ল্যাথাম। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের ইতিহাসের সর্বনিন্ম স্কোর এটি। শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৪ সালেও প্রথমবার ৬০ রানে অলআউট হয়েছিল কিউইরা। এবার আরেকবার পেল সর্বনিন্ম রানের লজ্জা।
শেষ পর্যন্ত ম্যাচটিতে নিউজিল্যান্ডকে সাত উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। এটাই নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়।
ম্যাচ পর কিউই অধিনায়ক ল্যাথাম বলেন, ‘প্রথম ম্যাচ ছিল এটি। আশা করি আজ যা হয়েছে, এখান থেকে অনেক কিছু শিখতে পারব আমরা। আমাদের জন্য ব্যাপারটি হলো, এই কন্ডিশনে পথ খুঁজে বের করা। দেশের চেয়ে এখানে সবকিছু পুরো আলাদা। তাই বোঝার চেষ্টা করছি, এই উইকেটে ভালো স্কোর কেমন। আমরা বোঝার চেষ্টা করছি এখানে ভালো স্কোর কত এবং সেই স্কোরে আমরা কিভাবে পৌঁছতে পারি। দেশে যে পথ বেছে নেই আমরা, সেটির চেয়ে পুরো ভিন্ন কিছু খুঁজতে হবে। আমি নিশ্চিত, ছেলেরা এখান থেকে অনেক শিখবে।’
এরপর নিজেদের বোলিং নিয়ে প্রশংসা করলেন অধিনায়ক, ‘ছেলেরা যেভাবে বোলিং করেছে, তাতে আমি গর্বিত। এই কন্ডিশনে কাজটা কঠিন। লম্বা সময় ধরে চাপ ধরে রাখলে, অনেক কিছুই দ্রুত হয়ে যায়। বল হাতে আমরা যেমন দেখিয়েছি, এখানে রান করাটা খুব সহজ নয়। যদি আমরা লড়িয়ে স্কোর গড়তে পারি এবং কিছুটা চাপ প্রয়োগ করতে পারি, তাহলে কে জানে কী হতে পারে!’
আগামীকাল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে যথারীতি বিকেল ৪টায়।