ভূমিকম্পে হতাহতদের সহায়তায় নিলামে রোনালদোর জার্সি
সময়ের সঙ্গে বাড়ছে তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা। এমন বিপর্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে এই দুটি দেশ। সহায়তাই ইতেমধ্যেই হাত বাড়িয়েছে অনেক দেশ। বিভিন্ন দেশের ক্রীড়াজগতের তারকারাও এমন দুর্যোগে পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। এবার সেই তালিকায় যোগ হলো পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর নাম।
ফুটবল ভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের এক প্রতিবেদন অনুসারে, ভূমিকম্পে হতাহতদের সহায়তার এবার নিলামে উঠতে যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাসের জার্সি। তবে রোনালদো নিজে নয়, মেরি ডেমিরাল নামে এক ভক্ত রোনালদোর অটোগ্রাফ সম্বলিত একটি জার্সি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন।
এই বিষয়ে টুইারে এক বার্তায় ডেমিরাল বলেন, ‘আমি এই জার্সি নিলামে তোলার বিষয়ে রোনালদোর সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জার্সি নিলামে তোলার অনুমতি দিয়েছেন। শুধু তাই নয় রোনালদো তুরস্কে ভূমিকম্পের ঘটনায় সমবেদনা জানিয়েছেন। এই জার্সি থেকে প্রাপ্ত অর্থ ভূমিকম্পে হতাহতদের দেয়া হবে।’
ডেমিরালের এমন উদ্যোগের পর আরও অনেক ফুটবলার তাদের স্মারক নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে। ডেমিরাল তুরস্ক ফুটবল দলের খেলোয়াড় এবং জুভেন্টাসে থাকাকালীন রোনালদোর সতীর্থ ছিলেন।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রিখটার স্কেলে ৭.৮ মাত্রার এই ভূমিকম্প স্থানীয় সময় গত সোমবার (৬ ফেব্রুয়ারি) দিবারাত ৪টা ১৭ মিনিটে আঘাত করে। তুরস্কের গাজিয়ান্তেপ শহরের কাছে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল আর এর গভীরতা ছিল ১৭.৯ কিলোমিটার। ওই এলাকা জুড়ে তৈরি হওয়া ভূকম্পন রাজধানী আঙ্কারা এবং তুরস্কের অন্যান্য শহর থেকেও অনুভূত হয়।