ভয়ডরহীন ক্রিকেট খেলার প্রত্যয় তাসকিনের
টি-টোয়েন্টিতে এ যেন নতুন এক বাংলাদেশ। ওয়ানডের মতো ধারাবাহিক সাফল্য মিলছে সংক্ষিপ্ত সংস্করণেও। ইংল্যান্ডের পর আয়ারল্যান্ডকে হারিয়ে টানা সিরিজ জিতল বাংলাদেশ। বাংলাদেশের এমন সাফল্যের পেছনে কাজ করেছে মানসিকতার পরিবর্তন। টি-টোয়েন্টিতে এমন আগ্রাসী ক্রিকেট খেলার পক্ষে পেসার তাসকিন আহমেদ।
আজ শুক্রবার (৩১ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় টি-টোয়েন্টি শেষে সংবাদ সম্মেলনে এসে তাসকিন বলেন, ‘আজকে হয়ত আমরা ব্যাটিং ওয়াইজ আমরা কলাপ্স করেছি, কিন্তু এরকম ইন্টেন্ট না থাকলে দুইটি ম্যাচে দুশো হইত না, এটা সত্যি কথা, বুঝতে হবে। আমরা যদি আগামীতে টি-টোয়েন্টিতে ভালো করতে চাই, আমাদের ইন্টেন্টটা থাকতে হবে।’
তাসকিন আরও যোগ করেন, ‘বোলার, ব্যাটার সবারই আগ্রাসী মানসিকতা নিয়ে এগুতে হবে। কিছু কিছু দিন হয়ত এরকম ইন্টেন্ট দেখাতে গিয়ে ধস নামবে। এটাও আমরা মেনে নিয়ে এগোবো। এমন না যে ভয়ডর নিয়ে থাকব। ভবিষ্যতে এটা আমাদের সাহায্য করবে। ফেইল করার ভয়টাকে বাদ দিয়ে ক্রিকেট খেলা। এই অভিপ্রায় আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করবে।’
ভালো উইকেটে বড় দলগুলোর বিপক্ষে খেললেও এই ধরনের মানসিকতা বাংলাদেশকে এগিয়ে রাখবে জানিয়ে তাসকিন বলেন, ‘সামনে যেমন বড় বড় দলগুলোর সঙ্গে ভালো উইকেটে খেলা হবে। প্রতিপক্ষ যখন ইংল্যান্ড, অস্ট্রেলিয়াও থাকবে। আমাদের কিন্তু রান করতেই হবে ভাই। এই ইন্টেন্ট আমাদের সাহায্য করবে। আমি মনে করি না যে আমরা আমাদের খেলার ধরন বদল করব। আমাদের ম্যানেজমেন্ট বা খেলোয়াড়দের যে চিন্তাধারা। ব্যাটিং, বোলিং দুই বিভাগে আমরা আগ্রাসী ক্রিকেট খেলব আগামীতে।’
বল হাতে দুর্দান্ত সময় কাটছে তাসকিন আহমেদ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর আয়ারল্যান্ড সিরিজেও বল হাতে ছিলেন অনবদ্য। টি-টোয়েন্টিতে জিতেছেন সিরিজ সেরার পুরস্কার।