মনোমালিন্য ভুলে এক হচ্ছেন কী সাকিব-তামিম?
বাংলাদেশ ক্রিকেটের দুই সুপারস্টার তামিম ইকবাল ও সাকিব আল হাসানের মধ্যে বিরোধের খবর এখন প্রকাশ্যে। নানা সময়ে এই দুই ক্রিকেটারের মধ্যে সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন চাউর হলেও, তার সত্যতা পাওয়া যায়নি।
তবে এবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমে এই দুজনের মধ্যে সম্পর্ক নিয়ে রীতিমতো চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তামিম-সাকিবের মাঝে দ্বন্দ্ব সমাধানে নানা সময়ে বোর্ড কর্তারা সরাসরি হস্তক্ষেপ করলেও, তাতে খুব একটা লাভ হয়নি।
আজ রোববার (২৬ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে সাকিবের সঙ্গে সম্পর্ক ইস্যুতে প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো আমি-সাকিব যখন বাংলাদেশ দলের জার্সি পরে মাঠে নামি তখন আমি আমার সেরাটা দেই, সে তার সেরাটা দেয়। আমি যখন অধিনায়কত্ব করি তখন যেকোনো পরামর্শ চাই। সে আমাকে পরামর্শ দেয়। আবার সে যখন অধিনায়কত্ব করে তখন তার কোনো পরামর্শের প্রয়োজন হলে আমি সেটার জন্য প্রস্তুত থাকি। এর বাইরে কিছু নেই। ’
সাকিবের সঙ্গে মিটমাট করা সম্ভব কি না? এমন প্রশ্নের জবাবে তামিমের উত্তর, ‘সবকিছুই সম্ভব। যা কিছু হয়েছে আমাদের মধ্যেই হয়েছে। সে (সাকিব) দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। যা হয়েছে তা ড্রেসিংরুমের মধ্যেই থাকা উচিত। এটা নিয়ে বাড়তি কোনো মন্তব্য করব না।’
গুরুত্বপূর্ণ সিরিজের আগে মাঠের বাইরের এসব বিতর্ক কেমন লাগছে, এমন প্রশ্নের জবাবে তামিম জানান, ‘আমি প্রস্তুত ছিলাম। গতকাল থেকেই প্রস্তুত ছিলাম। জানতাম এই ধরনের প্রশ্ন আসবে। তাই সে রকম মানসিক প্রস্তুতি নিয়েই এসেছি।’
গতকাল শনিবার (২৫ ফেব্রুয়ারি) জনপ্রিয় ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বিসিবি সভাপতি পাপন বলেন, ‘আমি আপনাকে বলতে পারি, এটা কোনো স্বাস্থ্যকর ড্রেসিংরুম নয়। এই ব্যাপারটা (সাকিব ও তামিমের মধ্যে সম্পর্ক) এমন নয় যে আমি সমাধানের চেষ্টা করিনি। আমি তাদের দুজনের সঙ্গে কথা বলেছি এবং বুঝেছি তাদের যে সমস্যাগুলো আছে, তা নিষ্পত্তি করা সম্ভব নয়। এটা আমার পর্যবেক্ষণ।’