মরগানের বদলে সাকিব কেন নয়, প্রশ্ন আকাশ চোপড়ার
সংযুক্ত আরব আমিরাতে কলকাতা নাইট রাইডার্সের একাদশে সুযোগ মিলছে না সাকিব আল হাসানের। ম্যাচের পর ম্যাচ সতীর্থদের পানি টানার ভূমিকাতেই দেখা যাচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডারকে। অথচ অধিনায়ক হিসেবে খেলা এউইন মরগান ম্যাচের পর ম্যাচ ফ্লপ। তাই মরগানের বদলে সাকিবকে কলকাতার পরের ম্যাচগুলোতে অধিনায়ক করার কথা বলছেন ভারতের সাবেক ক্রিকেটার এবং জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া।
আইপিএলের চলতি আসরের প্লে-অফ নিশ্চিত করতে সামনের ম্যাচগুলোতে কলকাতার জয় ছাড়া বিকল্প কিছু নেই। এমন অবস্থাতেও ভারত পর্বের প্রথম তিন ম্যাচের পর আর একাদশে সুযোগ হয়নি সাকিবের।
অথচ বাজে ফর্মের মধ্য দিয়ে যাওয়া মরগান খেলছেন সব ম্যাচে। বলতে গেলে কেবল অধিনায়ক হিসেবেই খেলে যাচ্ছেন তিনি। কিন্তু, সেভাবে পারফর্ম করতে পারছেন না।
এ কারণে একাদশের বাইরে থাকা সাকিবকে একাদশে অধিনায়ক হিসেবে ফেরানোর পরামর্শ দিয়েছেন আকাশ চোপড়া। এ ব্যাপারে কলকাতাকে ভেবে দেখতে বলেছেন তিনি।
এক টুইট বার্তায় তিনি লিখেন, ‘হতাশাজনক সময়, হতাশাজনক ব্যবস্থা। কলকাতা কি বাকি ম্যাচগুলোতে সাকিবকে অধিনায়ক করার কথা ভাবতে পারে? মরগানের অনুকূলে কিছুই নেই, রান না পেলে তো সে কার্যকরী হচ্ছে না। সেরা খেলোয়াড়দের এমন সময় আসতেই পারে। তবে, সাকিব কিন্তু ব্যাটিংয়ের পাশাপাশি কয়েক ওভার বোলিংও করতে পারবে। এ নিয়ে ভাবুন।’