মাইলফলক ছোঁয়ার দিনে মুশফিকের সেঞ্চুরি
গত কয়েক মাস ধরেই ফর্ম নিয়ে আলোচনায় মুশফিকুর রহিম। এমনকি সংক্ষিপ্ত ফরম্যাটে কথা রটেছে বাদ পড়া নিয়েও। এত সমালোচনার মাঝেই চট্টগ্রামে সাদা পোশাকে সেঞ্চুরি তুলে নিলেন মুশফিক।
দায়িত্বশীল ব্যাটিংয়ে মুশফিক তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। একই দিনে টেস্ট ক্রিকেটে ৫ হাজার রানের মাইলফলক ও সেঞ্চুরি দুটোই করলেন অভিজ্ঞ এই ব্যাটার।
আজ বুধবার দিনের দ্বিতীয় সেশনে সেঞ্চুরি স্পর্শ করেছেন মুশফিক। লঙ্কান বোলার ফার্নান্দোর বলে বাউন্ডারি মেরে শতক তুলে নেন তিনি। সেঞ্চুরি করতে মুশফিক খেলেছেন ২৭০টি বল। শতকটি সাজানো ছিল চারটি বাউন্ডারি দিয়ে।
শুধু তাই নয়, সেঞ্চুরির পাশাপাশি আরেকটি মাইলফলকে পা রেখেছেন মুশফিক। দিনের প্রথম ঘণ্টায় বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন অভিজ্ঞ এই ব্যাটার।
শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাক্তিগত ৫৩ রান নিয়ে আজ বুধবার টেস্টের চতুর্থ দিন শুরু করেন মুশফিক। আজ চতুর্থ দিন স্রেফ ১৫ রান দূরে থেকে দিন শুরু করে তিনি। আজ মাঠে নামার পর ছুঁয়ে ফেলেন ৫ হাজার রানের মাইলফলক।
অবশ্য আজ দিনের শুরু থেকেই বেশ মন্থর গতিতেই খেলছেন মুশফিক। প্রথম ঘণ্টায় মাত্র ১৪ রান নিতে পেরেছেন তিনি। এরপর পানি-পানের বিরতির পর এক রান নিয়েই চলে যান ৫ হাজার রানের ক্লাবে।
টেস্ট ক্রিকেটে ৫ হাজার রানের মাইলফলকে যেতে ৮১ ম্যাচের ১৪৯ লেগেছে মুশফিকের। এতে সেঞ্চুরি আছে সাতটি আর হাফসেঞ্চুরি আছে ২৬টি। গড় ৩৬.৭৪। সর্বোচ্চ অপরাজিত ২১৯।
মুশফিকের পর এই রান তোলার খুব কাছাকাছি তামিম ইকবাল। বর্তমানে তাঁর রান ৪ হাজার ৯৮১। চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি করেছেন তামিম। সেঞ্চুরিয়ান তামিম কালই মুশফিকের আগে এই মাইলফলক ছুঁতে পারতেন। কিন্তু ক্র্যাম্পে ভোগার কারণে ব্যাটিং চালিয়ে যেতে পারেননি। ১৩৩ রান খেলে রিটায়ার্ড হার্ট হয়ে ড্রেসিং রুমে ফিরেছেন তিনি। আজ মাঠে নেমে আউট হয়েছেন সেই ১৩৩ রানেই। ২১৮ বলে তাঁর ইনিংসে আছে ১৫টি বাউন্ডারি।